।। প্রথম কলকাতা ।।
Weather update: বড়দিন মানেই নানান রকম আনন্দ। পিকনিক প্রিয়জনদের সঙ্গে আড্ডা বেড়াতে যাওয়া মোটের উপরে ফুরফুরে মেজাজে সকলেই। শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। রাজ্যে প্রবেশ করেছে জলীয়বাষ্প। এর ফলে বড় দিনে বেড়েছে তাপমাত্রা।
২৯ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম, মধ্য পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে বছরের শেষে ফিরতে পারে শীত (Winter)।
তামিলনাড়ু উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব এই রাজ্যে পড়বে না। তবে আজ বঙ্গোপসাগরে উচ্চচাপ তৈরি হবে যার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর ফলে দিনের এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। তারপর অবশ্য আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।
আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ৩১ তারিখ জাকিয়ে ঠান্ডা অনুভব করতে পারেন শহরবাসী। আগামী তিন চার দিন সারা রাজ্য জুড়ে কুয়াশার (Fog) দাপট থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। আবার অন্যদিকে বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। ২৯ ও ৩০ তারিখের মধ্যে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে সোমবার মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এরফলে সোমবার তামিলনাড়ু উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম