Wetather Report: ওড়িশায় ঘূর্ণাবর্ত! যার জেরে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

।। প্রথম কলকাতা ।।

Wetather Report: আকাশে মেঘের ঘনঘটা। কমেছে রোদের তীব্রতা। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ। যার জেরে কমেছে তাপমাত্রা। গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হওয়া অফিস। তবে বৃষ্টি হলেও পারদ পতনের কোন সম্ভবনা নেই।

সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে গরম। গতকালও হাসফাঁসানি গরমে ভুগতে হয়েছে বঙ্গবাসিকে। তবে আগামী দুদিনের তুলনায় কিছুটা নামবে পারদ। তবে আগামী তিনদিনের মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। ছত্তিসগঢ় আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। এই জোড়া প্রভাবে ছত্তিসগঢ় ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও। উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version