Lipstick: কোন লিপস্টিক শেড এ বছর পুজোয় ট্রেন্ডিং? কোরাল নাকি হট পিঙ্ক

।। প্রথম কলকাতা ।।

Lipstick: দেবীপক্ষ শুরু হওয়া মানেই পুজো শুরু হয়ে যাওয়া। পুজোর পোশাক ইতিমধ্যেই সকলেরই কেনা হয়ে গিয়েছে। এবার সাজগোজের পালা। যেকোনও সাজের সঙ্গে মানানসই লিপস্টিক না হলে চলেই না। আপনার পছন্দের লিপস্টিকটি যদি হয় নজরকাড়া এবং পরার কায়দায় যদি থাকে নতুনত্ব, তবে আর পাঁচ জনের ভিড়েও আপনার উপস্থিতি টের পাবেন সকলে! কিন্তু, কিভাবে বাছবেন আপনার জন্য পারফেক্ট লিপস্টিক কোনটি ? এবার পুজোর কোন লিপস্টিক সবচেয়ে বেশি ট্রেন্ডিং করছে জানেন কি ?

কোন পোশাকের সঙ্গে কোন লিপস্টিক পড়া যাবে তা ঠিক করে বাছতে না পারলে পুরো সাজই মাটি হয়ে যাবে। আর সঠিক লিপস্টিক বাছতে হয়ে পড়তে হয় মুশকিলে। হাজারো রঙের লিপস্টিকের মাঝে কোনটা আপনার জন্য বেছে নেবে ? লিপস্টিক কিনতে গেলে কোন বিষয়ের খেয়াল রাখবেন এবং এ বছর কোন রঙটা সবচেয়ে বেশি ট্রেন্ডি চলুন দেখে নেওয়া ঝাক

লিপস্টিক কিনতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে গায়ের রঙের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নেওয়া ভীষণ জরুরি। আপনার লিপস্টিকের রঙ পছন্দ বলেই যে সেটায় আপনাকে সুন্দর দেখাবে তা কিন্তু নয়। ত্বকের টোন অনুযায়ী সঠিক লিপস্টিকের শেড বেছে নিতে হবে আপনকে।

গায়ের রঙ উজ্জ্বল ফর্সা না হলে আপনাকে টুকটুকে লাল রঙের লিপস্টিক কিন্তু একেবারেই মানাবেন না। তেমনই যাঁদের গায়ের রঙ হালকা সোনালি থেকে বাদামি তাঁরা গোলাপি, বাদামি ঘেঁষা ন্যুড শেড বেছে নিতে পারেন।

পুজোয় হালকা মেকআপ করার পরিকল্পনা রয়েছে? বেছে নিতে পারেন ন্যুড শেড। ইদানীং বলিউড থেকে টলিউড, নায়িকাদের বেশির ভাগ সময়েই ন্যুড শেডের লিপস্টিকে দেখা যাচ্ছে। হাল ফ্যাশনে নো মেকআপ লুকের সঙ্গে ন্যুড শেডের লিপস্টিক বেশ জনপ্রিয়।
ত্বকের রঙ অনুযায়ী আপনি লাইট ব্রাউন থেকে শুরু করে পিঙ্ক রোজ, ন্যুড রোজ, ন্যুড গ্লস ইত্যাদি বেছে নিতে পারেন।

তবে লিপস্টিক যে শুধু গায়ের রঙের উপরই নির্ভর করে তা কিন্তু নয়। মানানসই লিপস্টিক বাছতে গেলে আপনার ব্যক্তিত্বের উপরও নজর দেওয়া জরুরি। যেমন ধরুন আপনি চাইলেই নীল বা সবুজ রঙের লিপস্টিক পরতে পারবেন না। তবে বেশ কিছু লিপস্টিক রয়েছে যা বোল্ড লুকের জন্য বেছে নিতে পারেন।

যে কোনও ধরনের পোশাক কিংবা ব্যক্তিত্বের সঙ্গে মেরুন আর লাল রঙ হল আদর্শ। ব্লোড লুক তৈরির জন্য এই দুটো শেড হাতের কাছে থাকলেই হবে। এছাড়াও আপনি বেছে নিতে পারেন ডার্ক রেড, ওয়াইনের মতো শেড। এতে আপনার ব্লোড লুক নজর কাড়বে।

কালার ন্যুড কুশন এই লিপস্টিকে আপনি পেয়ে যাবেন ‘ইন বিল্ট প্রাইমার’। এই লিপস্টিক ঠোঁটে লাগালে খুব ভারী মনে হবে না। ১০ থেকে ১২ ঘণ্টা এই লিপস্টিক আপনার ঠোঁটে থাকবে। কলেজেই হোক বা অফিসে কিংবা দুর্গাপুজোর অঞ্জলি, সবেতেই দারুণ মানাবে এই শেডটি।

হালকা গোলাপি ঠোঁট পছন্দ? গায়ের রং যেমনই হোক, এই লিপস্টিক বেশ মানাবে। ম্যাট অথচ ক্রিমি এই লিপস্টিক পরলে টেরও পাওয়া যাবে না যে ঠোঁটে কিছু পরেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version