হোক গোলগাল চেহারা, ব্লাউজের কাটিংয়ে পুজোয় হয়ে উঠুন স্লিম, দেখুন সেরা ডিজাইনগুলি

।। প্রথম কলকাতা ।।

পুজো মানেই শাড়ি। আর পুজোর সেই শাড়ি কেনার কাজ সেড়ে ফেলতে হবে এখনই। কারণ, শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ তৈরি করাতে হবে তো। অনেকে একই ব্লাউজ একাধিক শাড়ির সঙ্গেও পরেন। তবে গোলগাল চেহারার মহিলারা এই ব্লাউজ বানাতে গিয়ে খুবই সমস্যার মুখোমুখি হন। ভাবেন ব্লাউজে আরও মোটা দেখাবে না তো! আর চিন্তা নেই। কপালে চিন্তার ভাঁজ এবার কমবে অনেকটাই। কারণ আপনাদের জন্যই নিয়ে এলাম এই বিশেষ প্রতিবেদনটি। কোন কোন কাটিংয়ের ব্লাউজ পরলে এবার পুজোয় আপনাকে একদম স্লিম দেখাবে জানেন? চলুন এখনই দেখে নেওয়া যাক। হোক না গোলগাল চেহারা। ব্লাউজের এই ডিজাইনগুলি আপনার সৌন্দর্য বাড়াবে অনেকটাই।

শাড়ি পরতে আমরা মেয়েরা মোটামুটি সবাই ভালোবাসি। পছন্দের কালার আর নকশার শাড়ি বেছে নিয়ে পরে ফেল্লেই হল- এমনটা হলে কতই না ভালো হত। আসলে শাড়ি পরা মানে যেন অনেক হ্যাপা। তার ওপর গোলগাল শেপের চেহারা হলে তো কথাই নেই, মনে হয় আরো মোটা দেখাচ্ছে।

তবে আপনি যদি সঠিক নিয়মে শাড়ি পরেন আর ব্লাউজের কাটিংয়ে কিছুটা কৌঁসুলি হোন, তবে রাউন্ড শেপ হলেও আপনাকে অনেক স্লিম দেখাবে। আসুন জেনে নিই ব্লাউজের এই ধরনের কয়েকটি ডিজাইন, যেগুলো আপনিও ট্রাই করতে পারেন।

যদি মনে হয় আপনার খানিকটা বাড়তি মেদ বোঝা যাচ্ছে, তবে গলার দিকে একটু নকশা করে ব্লাউজ বানান। হাতাতেও সেই নকশা বা এমব্রয়ডারি করে নিতে পারেন। এতে সবার নজর সেদিকেই থাকবে।

ফুল স্লিভ ব্লাউজে যে কাওকেই বেশ স্লিম দেখায়। বোট নেক বা ভি কলারে ফুল স্লিভ হাতা ব্লাউজ বানান। হাতাটা কুচি দিয়ে বা বোতাম দিয়েও বানাতে পারেন, বেশ স্লিম ট্রিম লুক আসে এতে।

আপনি যদি পাফ হাতার ব্লাউজের প্রতি বিশেষ দুর্বল হয়ে থাকেন তবুও না পরলেই ভালো, কারন পাফি ব্লাউজ একটু বেশি ফোলা ভাব থাকায় আরো বেশি মোটা লাগে দেখতে। তার চেয়ে যদি পরতেই হয় সেমি পাফ ব্লাউজ পরতে পারেন।

মনে রাখবেনব্লাউজের হাতায় যত বেশি চুমকি, স্টোন বা এপ্লিক টাইপের কাজ থাকবে তত বেশি মোটা দেখায়। তাই একেবারে কম কাজ বা কাজ করা ছাড়াই ব্লাউজ পরলে ভালো হয়। কোনো প্রোগ্রামে যদি সিল্ক বা একটু ভারি কাজের শাড়ি হয় তবে বেশি কাজ করা স্লিভের ব্লাউজ না পরে সিল্কের বা ব্রোকেডের ব্লাউজ বেছে নিন।

শুধু স্লিম দেখানো ছাড়াও একটু বেশি অন্য ধরনের আকর্ষনিয় লুক আনতে চাইলে গলায় একটু ডীপ কাট দিয়ে বানান। পিছনের দিকে ডীপ কাটিং এ আপনাকে রোগা দেখাবে।

আসলে গোলগাল চেহারা হোক বা লম্বা, সবাই ই চাই শাড়িতে আরেকটু স্লিম আর সুন্দর দেখাক। তাহলে আর দেরি কেন পুজোর জন্য চটপট ব্লাউজ তৈরি করতে দিয়ে দিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version