হামাসের মাথা কোথায় থাকে, পাতাল ফুঁড়ে ঢুকছে মোসাদ র ্যাথ অফ গড ফিরছে ? নেতানিয়াহুর গেম

।। প্রথম কলকাতা ।।

হামাসের মাথা খুঁজতে পাতাল ফুঁড়ে কোথায় ঢুকছে মোসাদ? আড়াল থেকে নেতানিয়াহুর খেলা শুরু, কিভাবে নরক হয়ে যাবে গাজা? “র‌্যাথ অফ গড” এর বিভীষিকা ফিরছে? কতটা ভয়ঙ্কর ওই অপারেশন? হামাসের মাথার এতো দাম? থাকে কোথায়? কেউ জানেনা? ধুরন্ধর ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের জালে কিভাবে জড়াবে গোটা বিশ্ব? গাজা থেকে মুছে যাবে হামাস? এবার ইসরাইলের বিষ মাখানো অস্ত্রের কামাল দেখবে গোটা পৃথিবী মাত্র ৪ দিন। ৯৬ ঘন্টার বিরাট দাম গাজার কাছে।ভয়ঙ্কর খেল দেখাবে মোসাদ। যেখান থেকে হোক, হামাসের মাথাদের নিকেশ করতে মোসাদকে নির্দেশ নেতানিয়াহুর। সত্যিই কি পাঁচ দশক আগের ‘র‌্যাথ অফ গড’ এর স্মৃতি ফিরছে? সেই ভয়ানক কায়দাতেই কী হামাস মুক্ত পৃথিবী দেখবে ইসরায়েল?

হ্যাঁ, এবার মোসাদ জাল বুনবে বিশ্বজুড়ে। পাতাল থেকে হলেও হামাসের মাথাদের খুঁজে আনবে ইসরায়েলের ধুরন্ধর ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ। খতম করবে হামাসের শীর্ষ নেতাদের। ভুলে গেলে চলবে না, মোসাদকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা বলা হলেও তাদের বিরুদ্ধে প্যালেস্টাইনে নির্বিচারে হত্যার অভিযোগ আছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ। ইসরাইলের মোসাদের নামে থর থর করে কাঁপে গোটা দুনিয়া। যে মোসাদ ১৯৭২ এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নিতে গোপনে ‘অপারেশন র‍্যাথ অফ গড’ শুরু করেছিল। ইসরায়েল ইউরোপ-সহ বিশ্বজুড়ে প্যালেস্টাইনি জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করেছিল মোসাদ। ইতিহাসের ‘মিউনিখ ম্যাসাকার’ ভোলা কঠিন। তাহলে কি মোসাদের সেই কায়দা, সেই ট্রিটমেন্টই চলবে এবার হামাসের উপর? কি ঘটতে চলেছে?

তাহলে শুনুন হামাস প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হলেও গাজ়ায় যাঁরা থাকেন, তাঁরা ওই সংগঠনের সাধারণ সদস্য। হামাসের বড় মাথা যাঁরা, তাঁরা প্রায় সকলেই গাজ়ার বাইরে থাকে। শোনা যায়, বাইরে থেকেই সংগঠন পরিচালনা করে হামাস নেতৃত্ব। তাঁরা কোথায় আছে, কী ভাবে আছে, খোঁজ পাওয়া যায় না। শোনা যায়, কাতার, লেবাননের বিভিন্ন অংশে হামাসের শীর্ষ নেতারা থাকে। তাঁরা সশরীরে গাজ়ায় থেকে লড়াই করছেনা। এই নেতাদেরই মূলত ‘টার্গেট’ করেছেন নেতানিয়াহু। তাঁদের খুঁজতেই দেশের গোয়েন্দাদের ফিট করে দেওয়ার প্ল্যান বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর ফোনে কথা হয়ে গেছে।
সব সেট। লড়াই চলবে, যতক্ষণ না ইসরায়েল তাদের লক্ষ্যে পৌঁছচ্ছে, ততক্ষন লড়াই চলবে স্পষ্ট কথা বলে দিয়েছেন নেতানিয়াহু।

অতএব, এটা পরিষ্কার শুধু গাজা নয় এবার বিশ্বজুড়ে চলবে ইসরায়েলের অপারেশন। গত দেড় মাস ধরে চলছে হামাস ইজরায়েল যুদ্ধ। কিন্তু এবার চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে এই সংঘাতে। ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। পাশাপাশি ইজরায়েলও তাদের হাতে বন্দি ১৫০ প্যালেস্তিনীয়কে মুক্তি দেবে। কিন্তু, এর মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যে রুপ সামনে এলো তা রীতিমতো হামাসের ভিত নাড়িয়ে দিচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version