।। প্রথম কলকাতা ।।
WBJEE 2023 dates: রাজ্যে কবে হতে চলেছে জয়েন্টের পরীক্ষা? বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল। আগামী ৩০শে এপ্রিল রবিবার হতে চলেছে রাজ্য জয়েন্টের পরীক্ষা (WBJEE 2023)।
তবে কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে আপাতত কিছু জানানো হয়নি। আজ রাজ্য জয়েন্ট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের নিয়মিত www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়। আগামী বছরের ৩০ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হবে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিতে প্রার্থীদের নাম নথিভুক্তকরণ, আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষা সংক্রান্ত তথ্যপূরণ, নথি আপলোড করা, আবেদনপত্রের জন্য বরাদ্দমূল্য জমা দেওয়া এবং সবশেষে আবেদন পত্রটি জমা দেওয়ার মতো ধাপগুলি পূরণ করতে হয়। গতবছর জয়েন্টের মূল পরীক্ষাটি জুন ও জুলাই মাসে আয়োজিত হয়েছিল। প্রায় ১০ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন যার মধ্যে মোটামুটি ভাবে ৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাটি দিয়েছিলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম