Weather Update: বাংলায় বর্ষা কবে? জানাল আবহাওয়া দপ্তর

।। প্রথম কলকাতা ।।

Weather Update: ফের তীব্র দাবদাহে পুড়ছে বাংলা অসহ্য গরম থেকে কবে মিলবে মুক্তি? বাংলায় বর্ষা কবে আসছে? দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর। এদিকে বিপর্যয়ের মহাতাণ্ডব শুরু। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রলয় দেখাবে প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। গত কয়েকদিন ধরেই গুমোট গরমে রীতিমতো অস্বস্তিতে শহরবাসী। তাপমাত্রাও বাড়ছে হু হু করে। গরমের জ্বালা জুড়িয়ে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু। কিন্তু এদিকে দক্ষিণবঙ্গে একদম উল্টো পরিস্থিতি, তবে এবার খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

রবিবারের আগে বর্ষা নয় দক্ষিণবঙ্গে। বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদহের উপরে তার অবস্থান। ১৮ থেকে ২১ তারিখের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি কলকাতায়। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকায় ধস আর নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতে ১৭ জুন শনিবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে অতি ভারী বৃষ্টি। নীচের দুই জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ১৫ জুন বিপর্যয় ল্যান্ডফল হওয়ার কথা ৷ জানতে পারা গিয়েছে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইতে পারে ঝড়। তীব্র গতিতে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। এর প্রভাবে গুজরাট ও পাকিস্তানের
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষতির আশঙ্কা। আপাতত অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সাইক্লোন বিপর্যয়। ইতিমধ্যেই গুজরাত উপকূলের গ্রামগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। প্রায় ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version