CBSE Board Exam dates 2024: CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে ? দিনক্ষণ জানাল বোর্ড

।। প্রথম কলকাতা ।।

CBSE Board Exam dates 2024: ২০২৪ সালের CBSE দশম এবং CBSE দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নোটিশে জানা গেছে, দশম শ্রেণীর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে যা চলবে ৫ মার্চ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ২ রা এপ্রিল। পরীক্ষা হবে সকাল সাড়ে ১০ টা থেকে। শেষ হবে বেলা দেড়টা নাগাদ। একই দিনে কোনও পরীক্ষার্থীকে দু’টি বিষয়ের পরীক্ষা দিতে হবে না।

উল্লেখ্য, প্রতি বছরই দুই বিষয়ের মধ্যে সিবিএসই-র বোর্ডের পরীক্ষায় বেশ কয়েক দিনের পার্থক্য থাকে। এবারও বোর্ড সেই দিকে নজর রেখেছে। দ্বাদশের পড়ুয়াদের একটা বড় অংশই জেইই মেইনের মতো সর্বভারতীয় প্রবেশিকায় অংশ নিয়ে থাকে। তাদের যাতে প্রস্তুতি নিতে কোনও সমস্যা না হয়, সেদিকেও রুটিন তৈরির সময় বোর্ড নজর রেখেছে।

জানা গেছে , সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে ১ জানুয়ারি থেকে। পরীক্ষার ফলাফল ২০২৪ সালের মে মাসে জানা যাবে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার সঙ্গে জেইইর তারিখের কথা মাথায় রেখে ধার্য হয়েছে তারিখ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version