Christmas Carols: বড়দিনে ক্যারোল গাওয়া শুরু হয় কবে থেকে? জানুন, এর পিছনের কাহিনী

।। প্রথম কলকাতা ।।

Christmas Carols: বড়দিন আসা মানেই প্রত্যেক ঘরবাড়ি সেজে উঠবে আলোর রোশনাইতে, থাকবে কেক আর ক্রিসমাস ট্রি। আর এগুলো না থাকলে তো ক্রিসমাস সেলিব্রেট করাই যাবে না। তবে এই উৎসবে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হল ‘ক্যারোল’। বলা হয়, প্রথম শতাব্দী থেকেই এই ক্যারোল গাওয়া হত। যদিও ক্রিসমাসের শুরুর দিকে ল্যাটিনে স্তবগান গাওয়া হত শুধু। তখন ক্যারোল (Christmas Carols) বলে কিছু ছিল না। তাহলে ক্যারোল গাওয়া শুরু হয় কবে থেকে?

ইতিহাস ঘাটলে জানা যায়, যে প্রাচীনতম ক্রিসমাস স্তোত্রবন্দনাগুলি রয়েছে, সেগুলি খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীর রোমে রচিত হয়েছিল। আজও কোনও কোনও গির্জায় মিলানের আর্কবিশপ অ্যামব্রোস রচিত ‘Veni redemptor gentium’ ইত্যাদি লাতিন স্তোত্রগুলি গাওয়া হয়। ঠিক যেভাবে আরতি বা কীর্তন গাওয়া হয় মন্দিরে, ঠিক সেভাবে বড়দিনে গির্জায় বা বাড়িতে গাওয়া হয় ক্যারোলগুলি। তবে শুধু ক্রিসমাসেই নয়, চার্চে বা বাড়ির প্রার্থনায় ক্যারোল সারা বছরই গাওয়া হয়ে থাকে। এক কথায় বলতে গেলে, ক্যারোল হচ্ছে ক্রিসমাস সঙ্গীত।

জানা যায়, নবম ও দশম শতাব্দীতে উত্তর ইউরোপের খ্রিষ্টীয় মঠগুলিতে বার্নার্ড অফ ক্লেয়ারভক্স কর্তৃক কতগুলি ছন্দায়িত স্তবক সজ্জিত হয়ে ক্রিসমাস ‘সিকোয়েন্স’ বা ‘প্রোজ’ প্রচলিত হয়। এরপর প্রথাগত ক্রিসমাস ক্যারোলের মতো একপ্রকার সঙ্গীত সৃষ্টি করেন পেরিসিয়ান সন্ন্যাসী অ্যাডাম অফ সেন্ট ভিক্টর। ইংরেজি ভাষায় প্রথম ক্রিসমাস ক্যারোল পাওয়া যায় শ্রপশায়ারের চ্যাপলেইন অডেলের রচনায়। তাঁর তালিকাভুক্ত ২৫টি ‘ক্যারোলস অফ ক্রিসমাস’ ওয়েসেলারদের দল বাড়ি বাড়ি ঘুরে শোনাত। আসলে যেগুলিকে আমরা ‘ক্যারোল’ বলে জানি, সেগুলি বিভিন্ন সম্প্রদায়ের লোকসঙ্গীত ছিল। বড়দিন ছাড়াও ‘হারভেস্ট টাইড’ উৎসবে সেগুলি গাওয়া হত।

পরবর্তীকালে গির্জায় ক্যারোল গাওয়া শুরু হয়। ঐতিহ্যগতভাবে ক্যারোলগুলিতে মধ্যযুগীয় সুর দেওয়া হয়। ‘Personent hodie’, ‘The Holly and the Ivy’ এবং ‘Good King Wenceslas’ ক্যারোলগুলির সঙ্গে মধ্যযুগের সম্পর্ক রয়েছে। ১৭৮৪ সালে রচিত হয়, ‘ডেক দ্য হলস’। আমেরিকান ‘জিঙ্গেল বেলস’-এর কথা প্রায় সকলেরই জানা। বিংশ শতাব্দীতে আমেরিকানদের সংস্কৃতি ও ধর্ম চেতনায় তাঁদের নিজস্ব ধর্মীয় সঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে। তবে কারা গেয়েছিলেন এই ক্রিসমাস ক্যারোল? বলা হয়, জনপ্রিয় হয়ে ওঠার আগে এই গান ‘ওয়েটস’ নামক সরকারি সংকীর্তন গায়করা গাইতেন। তাঁরা শুধু ক্রিসমাসের সন্ধ্যায় এই গান গেয়ে থাকতেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version