Whatsapp Upcoming Features: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন ভয়েস নোট! আসছে ফাটাফাটি ফিচার্স

।। প্রথম কলকাতা ।।

Whatsapp Upcoming Features: সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীদের জন্য একের পর এক চমক এনেই চলেছে। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুবিধার খাতিরে হোয়াটসঅ্যাপে বারংবার নতুন আপডেট দেখা গিয়েছে। এত দিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে (Whatsapp Status) বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করা যেত। এবার আপনি চাইলে স্ট্যাটাসে আপনার ভয়েস নোট (Voice Note) শেয়ার করতে পারবেন। এই নতুন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে, হয়তো খুব দ্রুত আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের (Whatsapp) এই নয়া ফিচার্স পেয়ে যাবেন।

এই সুবিধা পেতে আপনাকে স্মার্ট ফোনে হোয়াটসঅ্যাপের (Whatsapp) একদম লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। আশা করা হচ্ছে, কমপক্ষে ৩০ সেকেন্ডের একটি ভয়েস নোট আপনি স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের (Whatsapp) এর জনপ্রিয়তা এমনি থেকেই কম নয়। বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অফিসিয়াল কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং লেনদেন, এখন সবকিছুই হোয়াটসঅ্যাপে অনায়াসে করা যায়। এবার সেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

যদিও এখনো এই নতুন ফিচার্স সমস্ত ইউজারদের জন্য চালু হয়নি। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিস্তর পরীক্ষা নিরীক্ষা বাকি, এমনটাই জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর মাধ্যমে। আপনি যদি স্ট্যাটাসে গিয়ে ভয়েস নোট শেয়ার করার আগে মনে হয় সেটি উপযুক্ত নয়, তাহলে ডিলিট করতে পারবেন, সেই অপশনও থাকবে। ভয়েস নোটটি সুরক্ষিত থাকবে এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে। স্ট্যাটাসে ছবি এবং ভিডিও শেয়ারের পর তা মূলত ২৪ ঘন্টা থাকে। ঠিক তেমনি ভয়েস নোট ২৪ ঘন্টা পর আপনা আপনি মুছে যাবে। আপনি চাইলে ২৪ ঘন্টার শেষ হওয়ার আগেই ডিলিট অপশনে গিয়ে সেটি মুছে ফেলতে পারেন। আশা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারীরা এই নতুন সুবিধা পেতে চলেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version