চ্যাট না এবার WhatsApp স্ট্যাটাসেই দেওয়া যাবে ভয়েস নোট, আসছে নতুন ফিচার

WhatsApp Voice Status: এতদিন ভয়েস নোট পাঠানো যেত ইউজারদের ব্যক্তিগত চ্যাটে। এবার সেটি আপলোড করা যাবে স্ট্যাটাস সেকশনে। নতুন ফিচার নিয়ে আসছে এই মেসেজিং অ্যাপ।

।। প্রথম কলকাতা ।।

WhatsApp ইউজারদের জন্য আবারও নতুন ফিচার নিয়ে আসছে মেটা (Meta)। এই মেসেজিং প্ল্যাটফর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন ভয়েস নোট। অনেকেই টাইপিং করার বদলে দ্রুত মেসেজ করার জন্য ভয়েস রেকর্ড করে তা পাঠিয়ে দেন। এর ফলে বেশ খানিকটা সুবিধাও হয় প্রেরক ও প্রাপক দু জনেরই। কারণ লম্বা মেসেজের বদলে ভয়েস নোট শুনে চটজলদি রিপ্লাই দেওয়া যায়। তবে এই অপশন শুধু ব্যক্তিগত চ্যাটেই সীমাবদ্ধ রাখতে চায়না WhatsApp।

WaBetaInfo সূত্রে খবর, এবার ভয়েস নোট আপলোড করা যাবে WhatsApp স্ট্যাটাস সেকশনেও। এই টেক সংবাদ মাধ্যম দাবি করেছে, ফিচারটি এই মুহূর্তে বিকাশধীন রয়েছে। Android ও iOS এর বিটা অ্যাকাউন্টে এটি পরীক্ষা করা হচ্ছে। জানা গিয়েছে, এই স্ট্যাটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট আপলোড করা যাবে। এই ফিচার চালু হলেই স্ট্যাটাস সেকশনেই একটি ‘মাইক্রোফোন’ অপশন প্রদর্শিত হবে। যেখানে ট্যাপ করে ভয়েস রেকর্ড করতে পারবেন।

কারা কারা দেখতে পাবে এই ভয়েস নোট স্ট্যাটাস?

WhatsApp প্রাইভেসি সেটিংসে গিয়ে আপনি যাদের বাছাই করবেন কেবল তারাই আপনার ভয়েস নোট স্ট্যাটাস দেখতে পাবে। পাশাপাশি এটিও বলা হয়েছে, WhatsApp চ্যাটের মতোই এ ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ সুরক্ষিত থাকবে আপনার ভয়েস নোট স্ট্যাটাস।

কবে পাওয়া যাবে এই ফিচারটি?

উপরোক্ত টেক সংবাদ মাধ্যমে যেমনটি দাবি করা হয়েছে, এই ফিচারটি বর্তমানে বিটা অ্যাকাউন্টে পরীক্ষা করছে WhatsApp। ভবিষ্যতে WhatsApp তাদের নতুন আপডেটের মাধ্যমে এই ফিচার রোল আউট করবে সমস্ত Android ও iOS অ্যাকাউন্টে।

প্রসঙ্গত, WhatsApp ডেস্কটপ ইউজারদের জন্যও দুর্দান্ত দুটি ফিচার নিয়ে আসছে। ডেস্কটপে এবার থেকে স্ক্রিন লক ও কল ট্যাবের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ সরাসরি ডেস্কটপ থেকেই WhatsApp কল করতে পারবে ইউজাররা। দেখা যাবে কল হিস্ট্রিও। অতিরিক্ত সুরক্ষার জন্য WhatsApp স্ক্রিন লকও করে রাখতে পারবে ডেস্কটপ ইউজাররা।

Exit mobile version