।। প্রথম কলকাতা ।।
ভারতীয় ইউজারদের জন্য সেলফ মেসেজ (Self Message) ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। একটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ইউজারদের কাছেই উক্ত ফিচারটি রোল আউট করা শুরু করেছে মেটা (Meta) মালিকাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই ফিচারের ফলে দারুণ উপকৃত হবেন ইউজাররা, মত হোয়াটসঅ্যাপের। যে কোনও গুরুত্বপূর্ণ রিমাইন্ডার বা নোট পাঠিয়ে রাখা যাবে। যেহেতু প্রায় সকলেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাই এটি এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম।
সময় নষ্ট না করে কীভাবে হোয়াটসঅ্যাপে সেলফ মেসেজ পাঠাতে পারবেন জেনে নেওয়া যাক।
১। আপনি যদি এই ফিচারটির আপডেট পেয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
২। এবার হোম স্ক্রিনে নিউ চ্যাট অপশন বা মেসেজ আইকন যেটি থাকে সেটিতে ক্লিক করুন।
৩। এখানে বিভিন্ন কন্ট্যাক্ট শো করবে। থাকবে একটি কিউআর কোডও যা স্ক্যান করে মেসেজ করা যাবে।
৪। এই ফিচারের আপডেট আসার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বরও শো করবে, যেখানে ট্যাপ করে সেলফ মেসেজিং করা যাবে।
৫। মোবাইল নম্বরে ক্লিক করে যে কোনও মেসেজ ড্রাফট করে রেখে দিতে পারবেন রিমাইন্ডারের জন্য।
আরও পড়ুন : ফাটাফাটি! 40 কিমি মাইলেজ দেবে নতুন Maruti Swift, কবে আসবে বাজারে?
উল্লেখ্য বিষয়, হোয়াটসঅ্যাপ এই ফিচারটি রোল আউট করা শুরু করেছে। অর্থাৎ এই মুহুর্ত থেকেই সবাই এটি পেতে শুরু করবেন তেমনটা নয়। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ধাপে ধাপে এই ফিচার সবার কাছে পৌঁছে যাবে।
অনেকেই মনে করছেন, এই ফিচারের ফলে এক্সটার্নাল যেসব টুল রয়েছে তার ব্যবহার অনেক কমে আসবে। পুরো বিষয়টি সহজসাধ্য হয়ে উঠবে। এমনিতে সকলেই দিনে একবার না একবার হোয়াটসযাওয়া ওপেন করেন। এ ক্ষেত্রে দিনের গুরুত্বপূর্ণ কিছু কাজ হোয়াটসঅ্যাপে নোট করে রাখলে তার মিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং অন্যান্য ওয়েবসাইট ও অ্যাপের উপর নির্ভরশীলতাও অনেক কমবে।