।। প্রথম কলকাতা ।।
WhatsApp Update: হোয়াটসঅ্যাপে এবার ফোন থেকে মেসেজ, হবে আরও সহজ। আসতে চলেছে ব্যবহারকারীদের জন্য ফাটাফাটি কিছু ফিচার্স। ইতিমধ্যেই এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ কাজ করতে শুরু করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের মন জয় করতে আর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নিত্য নতুন আপডেট এনেই চলেছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে এমন কিছু আপডেট যার ফলে আপনি দুর্দান্ত উপকার পাবেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রয়োজন আর প্রযুক্তির দিকেই নজর রেখেছে। বর্তমানে বিশ্বের কোটি কোটি মানুষের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই মেসেজিং অ্যাপ। ব্যবসায়িক কাজ থেকে শুরু করে আর্থিক লেনদেন, সবকিছু অনায়াসে হোয়াটসঅ্যাপে করা যায়। এই অ্যাপটিতে এখন পাওয়া যাচ্ছে ফেসবুকের বহু ফিচার্স।
বিশেষ করে গ্রুপের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ মেসেজ এলে তা হাজারো মেসেজের ভিড়ে হারিয়ে যায়। এবার আর তা হবে না। নতুন আপডেট এলে আপনি খুব সহজেই সেই গুরুত্বপূর্ণ মেসেজটিকে চিহ্নিত করে রাখতে পারবেন। এতদিন ব্যবহারকারীরা একটা থেকে সর্বোচ্চ তিনটি চ্যাট পিন করে রাখার সুযোগ পেতেন। এবার আপনি গ্রুপ বা চ্যাটের ভিতর নির্দিষ্ট কোন মেসেজকে আলাদা করে পিন করে রাখতে পারবেন। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে এই নতুন সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এখনো এই ফিচার্স নিয়ে কাজ চলছে। যেখানে whatsApp এর ডেভেলপমেন্ট টিম মেসেজ আর কল পদ্ধতি আরো সহজ করার চেষ্টায় রয়েছে।
ব্যবহারকারীদের জন্য আরেকটি দুর্দান্ত ফিচার্স হল কল করা। এবার হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটি না খুলে আপনি কল করতে পারবেন। খুব সহজেই সেখানে পেয়ে যাবেন কন্টাক্ট লিস্ট। নতুন আপডেটে আসতে পারে কাস্টম শর্টকাট। এই আপডেটের মাধ্যমে মেসেজ পাঠানোর পাশাপাশি সহজে কলও করা যাবে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত আপডেট কবে আসছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। আপডেট এলে মোবাইলের হোম স্ক্রিনে কলিংয়ের শর্টকাটটি চলে আসবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম