Weather update: ঠান্ডা গরমের উঠানামা, আজ কেমন থাকবে আবহাওয়া

।। প্রথম কলকাতা ।।

Weather update: এই মুহূর্তে উত্তরপ্রদেশে ভারত থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কারণে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করতে পারছে না তাহলে বেশ কিছুটা গরম অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘন্টা পর থেকে দু-তিন দিনের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই।

কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামবে পারদ। এমনি আশারবাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

২ ফেব্রুয়ারি থেকে তিন চার দিনের শীত উপভোগ করবেন রাজ্যবাসী। ফলে বলাই বাহুল্য শীতের (Winter) বিদায় ঘন্টা এখনও বাজেনি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আরো ঘূর্ণাবর্তের কারণে শীত আরো বেশ কিছুদিন লুকোচুরি খেলবে ‌। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না।পাশাপাশি আগামী কয়েক দিন রাজ্যের কোথাও বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই তবে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার উঠানামা হলেও। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ বজায় থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version