শীতকালে ওয়াক্স করানোর আগে এবং পরে কি করা উচিত?

।। প্রথম কলকাতা ।।

শীতকালের ওয়াক্সিং করালে ত্বক আরও রুক্ষ শুষ্ক হয়ে যায়, চামড়ায় টান ধরে। কিন্তু যারা নিয়মিত ওয়াক্সিং করেন তাদের না করিয়েও উপায় নেই। তাই কোন রকম চিন্তা না করে ওয়াক্সিং করিয়েই নিন। শুধু ওয়াক্স করার আগে এবং পরে ত্বকের কিছু যত্ন নিতে হবে। এই যত্নগুলি সঠিকভাবে নিতে পারলে ওয়াক্সিং করার পর ত্বক আর রুক্ষ শুষ্ক হবে না। আর কোনো রকম ক্ষতিও হবে না। বরং সুন্দর মোলায়েম থাকবে আপনার ত্বক। গরমকালে রোম তুলতে গেলে ঘামের সমস্যা। আবার শীতকালে রোম তুলতে গেলে চামড়ায় টান ধরা। সমস্যার শেষ নেই। বিশেষ করে দেহের সবচেয়ে স্পর্শকাতর অংশে ওয়াক্স করা নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।

বিশেষজ্ঞদের মতে, এই মরসুমে যদি রোম তুলতেই হয়, সে ক্ষেত্রে ওয়াক্স করার আগে এবং পরে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যাতে ত্বকের ক্ষতি না করে, মসৃণতা বজায় রেখেও রোম তুলে ফেলা যায়।শীতকালে ঘাম বেশি হয় না। তাই ত্বক থেকে রোম তোলা খুব একটা সমস্যার না-ও হতে পারে। কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দিনরাত যে ময়েশ্চারাইজার মাখছেন, তার ফলে ত্বকে যে আস্তরণ পড়ছে, তা তুলে না ফেললে ওয়াক্স করতে সমস্যা হতেই পারে। তাই অবশ্যই ভালো করে ক্লিনজার দিয়ে বা যেকোনো উপায়ে স্কিনটাকে পরিষ্কার করে নিন। বিশেষজ্ঞেরা বলেন, রোম তোলার আগে এক্সফোলিয়েট করা জরুরি। যার ফলে মৃত কোষ অনেকটাই সরে যায়।

রোম তুলে ফেলার পর বরফ দেওয়া জলে তোয়ালে ভিজিয়ে মুছে নেওয়া উচিত। তবে খেয়াল রাখবেন তোয়ালে যেন খুব নরম হয়। রোম তোলার পর রন্ধ্রগুলির মুখ খুলে যায়। তাই ‘ওপেন পোর্‌স’-এর সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই টোনার ব্যবহার করতে হবে। কোনও রকম সংক্রমণ কিংবা জ্বালাভাব থাকলে, তা অনেকটাই কমবে। ত্বকের ধরন অনুযায়ী টোনার এবং ময়েশ্চারাইজার বেছে তবেই ব্যবহার করবেন।

এছাড়াও বেশ কয়েকটি দিকেই আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়াশ করার পর অবশ্যই চেষ্টা করবেন একটু আরামদায়ক জামাকাপড় পড়ার। হঠাৎ একটু ঢিলে ঢালা হলে জামা কাপড়ই পড়বেন। নয়তো ত্বকে ঘষা লেগে সমস্যা হতে পারে। ওয়াক্স করার এক দু দিনের মধ্যে কোন নোনা জল বা ক্লোরিন দেওয়া পুলে নামবেন না। ওয়াক্স করলে ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায় । তাই চেষ্টা করবেন রোদে না বেরোনোর। এই নিয়মগুলি ফলো করলে দেখবেন শীতকালে ওয়াচ করার পরে যে সমস্যা গুলি হয় তা অবাকটাই কমবে। সুরক্ষিত থাকবে আপনার ত্বক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version