কোন ধরণের ব্লাউজ ইন এবার পুজোয়! ডিজাইন নিয়ে চিন্তিত? বেছে নিন মুস্কিল আসান ক্রপ টপ

।। প্রথম কলকাতা ।।

শাড়ি ছাড়া যেন সম্পূর্ণ হয় না নারীর সাজ। বিশেষ করে উৎসবের মরশুমে, শাড়ি যেন আলাদা মাত্রা যোগ করে।তবে ট্রেন্ড বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্লাউজ। এই পুজোয় কোন শাড়ির সঙ্গে কোন ধরণের ব্লাউজ ইন?ব্লাউজের ডিজাইন নিয়ে শেষ মুহূর্তে চিন্তিত? রয়েছে মুস্কিল আসান। কি তা? চলুন জেনে নেওয়া যাক।

কথায় বলে শাড়িতেই নারী। অর্থাৎ নারীর সৌন্দর্য সবচেয়ে ভাল ফুটে ওঠে শাড়িতেই। এর সঙ্গে পাল্লা দিতে পরতে হবে ডিজাউনার ব্লাউজও। না হলে কিন্তু সাজটাই মাটি। এখন নতুন করে ট্রেন্ডিং একরঙা স্লিভলেস ব্লাউজ।জমকালো শাড়ির সঙ্গে একরঙা হাতকাটা ব্লাউজ খুবই ফ্যাশনেবল লাগে। গরমে ঘেমে নেয়ে একশা হওয়ার সময় এই ধরনের ব্লাউজ কিন্তু খুব আরাম দেয়। এছাড়া একেবারে কন্ট্রাস্ট ব্লাউজও এখন ইন। শাড়ির কোথাও যে রং নেই, সেই রঙের ব্লাউজ পরার চল হয়েছে এখন আবার জামদানির মতো শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজও পরছেন অনেকেই। সুতির নানা ধরনের শাড়ির সঙ্গে কারুকাজ করা ডিজাইনার ব্লাউজের চল বিগত কয়েক বছরে খুব বেড়েছে। এ ক্ষেত্রে শাড়ির চেয়েও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আমরা পরনের ব্লাউজ টাই। সম্পূর্ণ আলাদা রঙের ব্লাউজও হতে পারে, আবার একই শেডের ব্লাউজও হতে পারে।

ইউ নেক ব্লাউজের গলায়, পাশে এবং নিচের অংশে লেস লাগিয়ে নেওয়ার চল দেখা যাচ্ছে এবার। শাড়িতে আধুনিক লুকের জন্য ফ্রন্ট ডিপ ইউ নেক ডিজাইনও ট্রাই করা যায়। হুকের বদলে ব্যবহার করা হচ্ছে বোতাম। এটা সুন্দর তো দেখাবেই, সঙ্গে আনবে আভিজাত্যের ছোঁয়া।এই ধরনের ব্লাউজ সুতির শাড়ির সঙ্গেই ভাল মানায়।

অনেকে এখনও ব্লাউজের ডিজাইন নিয়ে চিন্তিত রয়েছেন। তাঁরা ক্রপ টপ শপিং করতে পারেন। এবার তা দারুণ চলছে মার্কেটে। বর্তমান প্রজন্মের তরুণীরা শাড়ি পরার ধরনকে ট্রেন্ডি করতে ব্লাউজের পরিবর্তে বেছে নিচ্ছেন ক্রপ টপ কিংবা শার্ট। এগুলো ওয়েস্টার্ন আউটফিট হলেও প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে দারুণ স্টাইল স্টেটমেন্ট তৈরি করে নিচ্ছে। শাড়ির লুকে যেমন আসছে নতুনত্ব। দুটো ভিন্ন সংস্কৃতির পোশাকের ফিউশনে তৈরি হচ্ছে ফ্যাশনের নতুন ধারাও।

ক্রপ টপ এবং শার্ট মাল্টি স্টাইলিং ফ্রেন্ডলি হওয়ায় শাড়ির সঙ্গে মানিয়ে যায় সুন্দরভাবে। অন্যদিকে এগুলোর ফিট নিয়েও অত বিপাকে পড়তে হয় না। সব ধরনের বডি শেপের সঙ্গে মানিয়েও যায় সাবলীলভাবে। এতে শাড়িকে নানানভাবে স্টাইল করে পরাও যায়। একই সঙ্গে ব্লাউজকে হাইলাইটও করা যায়। এতে বানানোর ঝামেলা নেই। ফলে খরচও বাঁচে। মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যায়।গরমে পরতেও আরাম মেলে। আবার যেকোনো ঋতুতেই পরা যায়।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version