BJP party office in Madhya Pradesh: ভারতের মাটিতে ১০ তলার পদ্ম বিল্ডিং, সঙ্কল্প সংকুল কী ? গেরুয়া ঝড়ের বড় রহস্য ফাঁস

।। প্রথম কলকাতা ।।

BJP party office in Madhya Pradesh: বিশাল পদ্ম বিল্ডিং, সৌভাগ্যের দুয়ার খুলছে ভারতে? সঙ্কল্প সংকুল’ই কি বদলে দিল এই রাজ্যের অঙ্ক? ১০ তলা জুড়ে কি কি ঘটবে? মোদী ম্যাজিকেই গেরুয়া ঝড়, কোন মন্ত্রে সুপারহিট বিজেপি? অন্য রাজ্যের ঘাটতি কোথায়? সোনার মুকুট ছিনিয়ে নিল মধ্যপ্রদেশ। লাডলি বেহনা প্রজেক্ট’ই কি মধ্যপ্রদেশে বিজেপির সাকসেসের চাবিকাঠি? নাকি একটা বিল্ডিং গোটা হিসেবকে ঘুরিয়ে রেখে দিল? মধ্যপ্রদেশে বিজেপির বিপুল সাফল্যের পেছনে এই ১০ তলা ভবনের ক্রেডিট টা জানেন?

আকর্ষণের কেন্দ্রে মধ্যপ্রদেশের বিরাট পার্টি অফিস! কিন্তু একটা পার্টি অফিস নিয়ে এত কথা কিসের? বুঝতে হবে, এমনিতেই বর্তমান পার্টি অফিস বেশ বড়। দেশের মধ্যে পার্টি অফিস হিসেবে বৃহত্তম কিন্তু সেই রেকর্ড ভেঙে নির্বাচনের আগে আরও বড় নজির গড়ার টার্গেট ছিল বিজেপির। একটা নতুন ভবন, যা গড়বে নতুন কীর্তি।সাধারণ কোনও ভবন তো নয়। এই পার্টি অফিস মূলত তিন ভাগে বিভক্ত। প্রধান অফিস ‘সংকল্প সঙ্কুল’, নেতাদের বাসস্থান ‘সমর্পণ সঙ্কুল’, কর্মীদের বাসস্থান ‘সহযোগ সঙ্কুল’। সব মিলিয়ে ১০ তলা। থাকছে এক বিরাট অডিটোরিয়াম। সেখানে একসঙ্গে ১ হাজার লোক বসার বন্দোবস্ত চাট্টিখানি কথা তো নয়।

আগেই জানা গেছিল, দেশের সমস্ত জেলাতেই একটি করে পার্টি অফিস খুলতে চায় বিজেপি! ভোপালেও নতুন পার্টি অফিস খোলার পরিকল্পনা অনেক দিনের। তারপর সেই পরিকল্পনার বাস্তবায়ন। ভূমি পূজন থেকে অতিকায় ভবন, খরচ প্রায় ১০০ কোটি টাকা যা গোটা ভারতকে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। এর আগে ১৯৯১ সালে তৎকালীন সুন্দরলাল পাটওয়া সরকারের আমলে ভোপালে যে পার্টি অফিস তৈরি করা হয়েছিল, সেটাই ছিল বৃহত্তম। খরচ পড়েছিল ২ কোটি টাকা।

পুরনো পার্টি অফিস থেকে বিজেপি মধ্যপ্রদেশে ৬ বার নির্বাচনে লড়ে তিনবার জিতেছে। ৩ বার সফল‌ হয়নি। কিন্তু, এই নতুন পার্টি অফিস কি সব হিসেব ঘুরিয়ে দেবে সেদিকেই নজর ছিল ওয়াকিবহাল মহলের।  চলতি বছর যে ক’টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে অন্যতম মধ্যপ্যদেশ। রাজস্থান ও ছত্তিসগড়ের মতো মধ্যপ্রদেশেও সহজ জয় পেয়েছে গেরুয়া শিবির। আর এবার টার্গেট ২০২৪ আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির নতুন পার্টি অফিস কিভাবে সৌভাগ্য বয়ে আনে, সেটাই দেখার অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version