।। প্রথম কলকাতা ।।
BF. 7 Situation in WB : বছর শেষের আগে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ওমিক্রণ বিএফ. ৭ (Omicron BF. 7)। আর এই নয়া ভ্যারিয়েন্টের দাপটে চিনে পুনরায় আক্রান্ত ও মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই মতো পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত (India) কোনরকম গাফিলতি করতে চাইছে না। তাই কোভিড মোকাবিলার জন্য রাজ্যগুলি কতটা প্রস্তুত তা জানতে চাইল কেন্দ্র (Central Govt)। এরই পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতার সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ জেলাগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর (WB Health Department)।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নাগাদ রাজ্য বিএফ. ৭ এর মোকাবিলা করার জন্য কতটা প্রস্তুত হয়ে রয়েছে সেই সংক্রান্ত তথ্য অনলাইনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পাঠাতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে অ্যাডভাইজারি (Advisory) পাঠানো হয়েছে। কেন্দ্রে তরফ থেকে পাঠানো ওই অ্যাডভাইজারিতে রাজ্যগুলিকে বিশেষ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি হল-
- কোভিড হাসপাতাল লোকালয় থেকে কতটা দূরে অবস্থিত ?
- কোভিড হাসপাতালে অক্সিজেন সাপোর্ট
- আইসোলেশন ওয়ার্ড রয়েছে কতগুলি ?
- আইসোলেশন ওয়ার্ড এর সংখ্যা কত ?
- হাসপাতালে কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স রয়েছেন কতজন ?
- কোভিড হাসপাতাল গুলিতে আইসিইউ , সিসিইউ
- এবং ভেন্টিলেটরের সংখ্যা পর্যাপ্ত রয়েছে কিনা ?
- হাসপাতালগুলিতে নন কোভিড চিকিৎসক এবং নার্সের সংখ্যা কত ?
সূত্রের দাবি , প্রত্যেকটি রাজ্যের কোভিড হাসপাতাল গুলির ব্যবস্থা হয়তো ভিডিও কলের মাধ্যমে খতিয়ে দেখতে পারেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। যদিও জেলার কোভিড সংক্রান্ত সমস্ত তথ্য জেলা শাসকের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠানো হবে। আর তারপর রাজ্য স্বাস্থ্য দফতর সেইসব তথ্য একত্রিত করে অনলাইনে পাঠাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে । যদিও ভারতে নয়া ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত এখনও পর্যন্ত দেখা যায়নি কিন্তু কোন কারনে সংক্রমণ দেশে যদি ছড়িয়ে যায় তাহলে হাসপাতাল গুলি কতটা প্রস্তুত থাকবে তার ধারণা পেতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশ।
এছাড়াও স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, দেশে যদি ফের পূর্বের মতো সংক্রমণ ছড়িয়ে যায় তাহলে চিকিৎসকের যেন কোনভাবেই অভাব না পড়ে। একই রকম ভাবে সংক্রমণের চিকিৎসা চলাকালীন জরুরী অপারেশন কিংবা সাধারণ চিকিৎসাতেও যাতে গাফিলতি না দেখা যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে রাজ্যস্বাস্থ্য ভবনের তরফ থেকে । কাজেই কেন্দ্রকে রাজ্যের প্রস্তুতি সংক্রান্ত তথ্য জানানোর আগে রাজ্য স্বাস্থ্য দফতরের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম