Weather Update: গরমের অস্বস্তি নাকি তাপমাত্রার পারদ নিম্নমুখী! কেমন থাকবে আজকের আবহাওয়া ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: আজ কী থাকবে গরমের অস্বস্তি নাকি তাপমাত্রার পারদ নিম্নমুখী! এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে মনে। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কেমন থাকবে রাজ্যের আবহাওয়ার গতিবিধি, চলুন জেনে নেওয়া যাক। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কম-বেশি জেলাগুলিতে তাপমাত্রা কমবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গ কোনও জায়গাতেই ঘূর্ণিঝড় মিধিলি’র খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি । ইতিমধ্যেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ৷ আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মিজোরাম, ত্রিপুরা ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। কিন্তু সকাল থেকেই জেলাজুড়ে শিরশিরানি বেশ অনুভব হচ্ছে। এককথায় রাজ্যবাসী শীতের আমেজে গাঁ ভাসাচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, বঙ্গোপসাগরে আচমকা কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে উত্তরে হাওয়া বাধা পায়। তাতে থমকে যায় তাপমাত্রার পতনও । তবে আবহাওয়াবিদরা আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখছেন না ।

আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শুরু থেকে জোরসে কামড় বসাবে শীত।বেশ কিছুটা কম থাকতে পারে দিনের তুলনায় রাতের তাপমাত্রা । বঙ্গোপসাগরে তৈরি হতে চলা জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে কিনা এই নিয়ে এখনও কোনও পূর্বাভাস মেলেনি। ঠান্ডা ক্রমশ বাড়তে শুরু করলেও আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।

সোমবার সকাল থেকে মেঘ কেটে গিয়েছে কলকাতার আকাশ থেকে ৷ ঝকঝকে রোদের মধ্যেও রয়েছে ঠাণ্ডার আমেজ ৷ তা হলে কী এবার শীত এসে পড়বে? প্রশ্নটা রইলো আপনাদের কাছে। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version