।। প্রথম কলকাতা ।।
Weather update: আজ জেলায় জেলায় আংশিকমেঘলা আকাশ থাকবে। আগামী সোমবার পর্যন্ত শুষ্ক (Dry) থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।
তবে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। ফের একবার বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা। গত ৪৮ ঘন্টায় পাঁচ ডিগ্রী বেড়ে গিয়েছে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ৩১শে জানুয়ারি তা পৌঁছয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়াল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হবে রাজ্যে। হু হু করে পারপাতনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৫ দিনে ৫ ডিগ্রি নামবে পারদ। কলকাতায় ফের একবার পনেরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারদ।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং এ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি এবং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই শীতের (Winter) কাঁপুনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম