।। প্রথম কলকাতা ।।
Weather Update: বাংলা জুড়ে আবহাওয়ার ভোলবদল! বাংলাদেশের হামুনের প্রভাব কি ভারতে আর থাকবে ? আবার কি বৃষ্টিতে ভাসবে রাজ্য? নাকি শীতকাল পড়ে যাবে এখনই?রাজ্যজুড়ে বিরাট পরিবর্তন আবহাওয়ার। থাকছে আপনার জেলার আপডেটও। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব ভারতের বেশ কিছু এলাকায় পড়েছে। তামিলনাড়ু, ওড়িশা উপকূলে মাঝারি বৃষ্টি ও পারাদ্বীপে অতিভারী বৃষ্টি হয়েছে। পূর্ব ভারতের উপকূলে তেমন প্রভাব পড়েনি হামুনের।কলকাতায় হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে হামুনের প্রভাব পড়বে না। অন্যদিকে মিজোরামে ভারী বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন হাল্কা হিমেল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরং চলতি সপ্তাহেই জেলায় জেলায় শীতের আমেজ শুরু হয়ে যাচ্ছে। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর কেরল এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাব মূলত পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে। বাংলায় এর কোন প্রভাব পড়বে না পড়েই জানা যাচ্ছে। সুতরাং, আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন হাল্কা হিমেল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম