।। প্রথম কলকাতা ।।
Amazon Layoff: অ্যামাজনে যেন কর্মী ছাঁটাইয়ের বন্যা বইছে। এই সংস্থা একের পর এক ঘোষণা করছে, আর চাকরি হারাচ্ছেন হাজার হাজার কর্মচারী। নতুন করে Amazon প্রায় ২৩০০ জন কর্মীকে নোটিশ দিল। অ্যামাজন কোম্পানির ওয়ার্ন অ্যাক্টের অধীনে এই কর্মীদের বরখাস্ত করা হবে। কোম্পানির সিইও (CEO) অ্যান্ডি জ্যাসি (Andy Jassy) আগেই ঘোষণা করেছিলেন, কোম্পানির প্রায় ১৮ হাজারের বেশি কর্মচারী চাকরি হারাবেন। তার প্রভাব দেখা দিয়েছে ২০২৩ এর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই। অপরদিকে মাইক্রোসফট বুধবার ঘোষণা করেছে, তারা প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। আপাতত প্রযুক্তির ক্ষেত্রে সামনে রয়েছে দুটি কঠিন বছর।
বুধবার বিকেলে ওয়াশিংটন স্টেট এমপ্লয়মেন্ট সিকিউরিটি ডিপার্টমেন্টে (Washington State Employment Security Department) দাখিল করা একটি নোটিশ অনুযায়ী, সিয়াটল (Seattle) অঞ্চলে অন্তত ২৩০০ জন অ্যামাজন (Amazon) কর্মী তাদের চাকরি হারাতে চলেছেন। Seattletimes.com এর একটি প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই শুরু হবে ১৯শে মার্চ থেকে। অ্যামাজন ক্ষতিগ্রস্ত কর্মীদের এই ৬০ দিনের বেতন দেবে, কিন্তু কাজ করার কোন আশা থাকবে না।
স্বাভাবিকভাবেই সংস্থার এই পদক্ষেপ প্রযুক্তি কর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত বছরের নভেম্বরে অ্যামাজন (Amazon) ছাঁটাইয়ের প্রথম রাউন্ড শুরু করেছিল। সেই সময় একটি রিপোর্টে বলা হয়েছিল, প্রায় ১০ হাজার কর্মচারী ক্ষতিগ্রস্ত হবে। যার মধ্যে হার্ডওয়্যার, পরিষেবা, মানবসম্পদ আর খুচরো দলগুলি সদস্য রয়েছেন। নতুন বছরের জানুয়ারিতে অ্যামাজন (Amazon) নিশ্চিত করে বলেছে আপাতত এই ছাঁটাই প্রক্রিয়ায় প্রায় ১৮ হাজার কর্মচারী প্রভাবিত হতে পারেন।
চাকরি ছাঁটাইয়ে Amazon একা নয়। মেটা (Meta), স্ন্যাপ (Snap), ডোরড্যাশ (DoorDash) এবং মাইক্রোসফটের (Microsoft) মতো বড় কোম্পানিগুলি ঘোষণা করেছে যে তারা ২০২২ এবং ২০২৩ জুড়ে হাজার হাজার চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। CNBC এবং TrueUp-এর প্রযুক্তি ছাঁটাই ট্র্যাকার অনুসারে, বিগ টেক কোম্পানিগুলি গত বছরের মধ্যে প্রায় ৬০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অপরদিকে শিল্প ক্ষেত্রে সামগ্রিকভাবে ২০২২ সাল থেকে প্রায় ৩ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম