।। প্রথম কলকাতা ।।
Weather update: পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপের জোড়া ফলায় হালকা বর্ষণে সাক্ষী থাকতে পারে বাংলার (Bengal) বেশ কয়েকটি জেলা। আবার অন্যদিকে কলকাতা তাপমাত্রা কিছুটা কমেছে বিগত এক দু’দিনে।
আজ এবং আগামীকাল দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমতলে কোথাও বৃষ্টি হবে না আগামী কয়েক দিন। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদায় আগামী এক সপ্তাহে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। সিকিমে আগামী কয়েক দিন তুষারপাত হবে বলে জানিয়েছে, আইএমডি।
আজ আঠারোই জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। ১৯ এবং ২০ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
আজ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচ দিনের দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে তৈরি হয়েছে জলীয় বাষ্প তাতেই বর্ষণের পরিস্থিতি তৈরি হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম