Weather update: বাড়ছে বাতাসে জলীয় বাষ্প, আজ থেকে আরও কমবে শীত

।। প্রথম কলকাতা ।।

Weather update: শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। উইকেন্ডে স্বাভাবিকের তুলনায় বাড়বে দিন ও রাতে তাপমাত্রা।

শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন (Fog) ছিল। তবে বিকেলের পর থেকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে বড়দিনে তেমন কোনো পারদ পতনের সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরের শনিবার তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। যা জলীয় বাষ্পের দেওয়াল তৈরি করে আর্দ্রতা বাড়াবে এবং উত্তর ভারতের শীতল (Winter) হাওয়া রাজ্যে ঢুকতে বাধা দেবে।এর জেরে বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

কলকাতার পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই শনিবার রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদিও বৃহস্পতিবার একাধিক জেলায় স্বাভাবিকের নিচেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদ উঠবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। ঠান্ডা যেরকম আছে এখন আপাতত দুদিন তা বজায় থাকবে। তবে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প বাড়ছে বাতাসে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version