।। প্রথম কলকাতা।।
Office Leave: কোথাও কোন লিখিত নিয়ম নিয়ম নেই যে শুধুমাত্র অসুস্থ হলে কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলেই কর্মস্থল থেকে ছুটি নেওয়া যাবে। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্যও কর্মস্থল ( Office) থেকে ছুটি নেওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু আজকের ইঁদুর দৌড়ে দাঁড়িয়ে এই বিষয়টি হয়তো অনেকেই ভুলতে বসেছেন । তার উপরে যারা কর্পোরেট সংস্থার কর্মী ( Corporate Employee) তাদের জন্য ছুটি নেওয়া প্রায় যুদ্ধ জয়ের সমান । তবে এক কর্পোরেট কর্মীর সাহসিকতায় নেটপাড়া রীতিমতো প্রশংসার বর্ষা করছে। কারণ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাফ জানিয়েছেন , তাঁর পছন্দের ওয়েব সিরিজ ( Web Series) দেখার জন্য তাঁর একটি দিনের ছুটি চাই।
অভিষেক কুমার নামে এক ব্যক্তি নিজের অফিসে একটি মেল করেন। আর সেই মেলে তিনি লেখেন, ২৩ ডিসেম্বর টিভিএফ এর নতুন ওয়েব সিরিজ ‘পিচার্স ২’ দেখার জন্য তিনি ছুটি নিতে চান। আগেই এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে কিন্তু কাজের চাপে সময় না থাকায় তিনি তাঁর পছন্দের ওয়েব সিরিজটি দেখতে পাননি। কর্মব্যস্ত দিনে অফিসের কাজ সেরে বাড়িতে এসে ওয়েব সিরিজ দেখার মত ক্ষমতা বা ইচ্ছে কোনটাই থাকে না। আর এতে তাঁর স্লিপ সাইকেল নষ্ট হতে পারে। অন্যদিকে উইকেন্ডে এই ওয়েব সিরিজ দেখবেন বলে অপেক্ষাও করতে পারছেন না । তাই ২৩ ডিসেম্বর তিনি ছুটি চান । ২৪ ডিসেম্বর আবার কাজে যুক্ত হবেন এবং সাধারণ দিনের মতোই কাজ করবেন।
I hope you get a chance working with Americans if you already haven't.
— Durrani_s (@durranipsh) December 23, 2022
শুধু এখানেই থেমে থাকেননি অভিষেক কুমার। তিনি নিজের ছুটির আবেদনের ( Leave Application) সেই মেলটির একটি স্ক্রিনশট নেন আর তারপর ট্যুইট করেন লেখেন, ” শরীর খারাপ হলেই যে শুধুমাত্র ছুটি নেওয়া যায় এমন নয় । চাইলে নিজেকে কিছুটা সময় দিতেও ছুটি নেওয়া যেতে পারে”। অভিষেকের এই ট্যুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর স্পষ্ট কথার প্রশংসা করেন। কুর্নিশ জানান তাঁর সাহসকে। যদিও তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছিলেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয় কিন্তু ইতিমধ্যেই তাঁর পোস্টে লাইক পড়েছে প্রায় তিন হাজারটি। তাই খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে অভিষেকের মতো অনেকেই শুধুমাত্র নিজেকে কিছুটা সময় দিতে একটা দিনের ছুটি নিতে চান ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম