IRCTC Vaishno Devi Tour: সস্তায় বৈষ্ণোদেবী ঘুরতে চান? IRCTC দিচ্ছে বড়ো সুযোগ!

।। প্রথম কলকাতা ।।

IRCTC Vaishno Devi Tour: সস্তায় বৈষ্ণোদেবী ঘুরতে চান? IRCTC দিচ্ছে বড়ো সুযোগ! বন্দে ভারত ট্রেনে করে যেতে পারবেন বৈষ্ণদেবী। সঙ্গে এসি হোটেলে থাকার সুযোগ। থাকছে সুন্দর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের ব্যবস্থাও। থাকবে আরও একগুচ্ছ সুযোগ! খুব সামান্য টাকার প্যাকেজ। তাহলে আবার কি, দেরি না করে ঝটপট বুক করে ফেলুন এই প্যাকেজ। কীভাবে বুক করবেন ? পুরো প্যাকেজটার ট্যুর প্লানই বা কি? কত টাকা লাগছে? কোন কোন দিনই বা সুযোগ থাকছে, সবটা বলব এই প্রতিবেদনে। বৈষ্ণোদেবী দর্শনের এক দুর্দান্ত ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC।বিভিন্ন সময়ে, দেশ-বিদেশ ভ্রমণের দারুণ সব প্যাকেজ নিয়ে আসে IRCTC। এবার এই সংস্থাটি নিয়ে এসেছে বৈষ্ণদেবী দর্শনের প্যাকেজ। বন্দে ভারত ট্রেনে চেপে যাওয়া যাবে দেবী দর্শনে। চলুন প্যাকেজটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

এই ট্যুর প্যাকেজটি শুরু হবে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ভ্রমণকারীকে কাটরা রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সপ্তাহের মঙ্গলবার দিনটি ছাড়া প্রতিদিন সকাল ৬টায় শুরু হবে এই যাত্রা। নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় ট্রেন ধরতে হবে। ট্রেন নম্বর ২২৪৩৯। সেই ট্রেন কাটরা স্টেশন পৌঁছোবে দুপুর ২ টায়।

কাটরা রেলওয়ে স্টেশন থেকে যাত্রীকে প্রথমে হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে বনগঙ্গায়। সেখানে থেকেই থেকে মা বৈষ্ণোদেবী দর্শনের জন্য যাওয়া যাবে। দেবী দর্শনের পর ভক্তরা আবার বনগঙ্গায় ফিরে আসবেন। সেখান থেকে তাঁদের ফের হোটেলে ফিরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় দিন ভ্রমণকারীরা কাটরা শহর ভ্রমণ করতে পারবেন। এরপর দুপুর ২টো নাগাদ চেক আউটের জন্য হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ভ্রমণকারীরা নিজেদের জিনিসপত্র নিয়ে কাটরা রেলওয়ের উদ্দেশে রওনা দেবেন। সংস্থার তরফেই রেলস্টেশনে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে যাত্রীরা ২২৪৪০ বন্দে ভারত ট্রেন ধরে রাত ১১ টায় নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন।

কাটরায় থাকার জন্য এসি হোটেলের ব্যবস্থা করা হবে। হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সুবন্দ্যোব্যস্ত থাকবে। এছাড়াও রেলওয়ে স্টেশন, হোটেল এবং বনগঙ্গার মধ্যে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা থাকবে।একজন যাত্রীর জন্য ৯১৪৫ টাকা দিয়ে এই প্যাকেজ বুক করতে হবে। দুই জনের জন্য বুকিং করতে গেলে পারহেড ৭৬৬০ টাকা খরচ করতে হবে। তিন জনের জন্য বুকিং করতে, খরচ করতে হবে পারহেড ৭২৯০ টাকা। ৫ থেকে ১১ বছরের মধ্যে একজন শিশুর জন্যও পৃথক টিকিট কিনতে হবে। বেড সহ প্রতি শিশুর জন্য ৬০৫৫ টাকা খরচ করতে হবে। বেড ছাড়া খরচ পড়বে শিশু প্রতি ৫৫৬০ টাকা।

এই প্যাকেজ বুক করতে চাইলে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন।ঝট পট বুক করে ঘুরেই আসুন। এই সুযোগ কমই আসে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version