Train: গোটা ট্রেন ভাড়া নিয়ে ঘুরতে যেতে চান? কত খরচ পড়বে?

।। প্রথম কলকাতা ।।

Train: দূরে কোথাও বেড়াতে গেলে অনেকেই নিজস্ব গাড়ি না থাকলে গাড়ি ভাড়া করেন। সেক্ষেত্রে অনেক সুবিধাও পাওয়া যায়। কখনো যদি আপনি একটা গোটা ট্রেন ভাড়া করে বেড়াতে যেতে পারেন তাহলে কেমন হয়? নিশ্চয়ই বিষয়টি একেবারে অভিনব হবে। আপনি চাইলে গোটা একটি ট্রেন ভাড়া করতে পারেন। যেখানে অন্য কোন যাত্রী উঠবে না। শুধু আপনি এবং আপনার পরিচিতরা থাকবেন। শুনতে বিস্ময়কর হলেও এমনটা হয়। শুধুমাত্র গোটা ট্রেন নয়, আপনি চাইলে কয়েকটা বগিও ভাড়া করতে পারেন। ট্রেন ভাড়া নিতে গেলে কত খরচ পড়ে? কিভাবে ট্রেন ভাড়া করা যায়? মজাদার তথ্যগুলো জেনে নিন এই প্রতিবেদনে।

ইন্ডিয়ার রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন যাত্রীদের এই সুবিধা দিয়ে থাকে। আপনি বিশেষ এক পদ্ধতিতে একটি গোটা ট্রেন কিংবা ট্রেনের বগি ভাড়া করতে পারেন। যদি ভিড় ট্রেনে উঠতে পছন্দ না করেন কিংবা খালি ট্রেনে বন্ধু-বান্ধব নিয়ে দূরে কোথাও বেড়াতে চান, তাহলে ট্রেন ভাড়া করা কোনো কঠিন কাজ নয়। সেই বগিতে আপনার সহযাত্রী হিসেবে অচেনা কেউ থাকবে না। আমি ঠিক করতে পারবেন আপনার সাথে ট্রেনের সহযাত্রী কারা হবে। ট্রেন ভাড়া নেওয়ার এই পদ্ধতিকে বলা হয় ফুল টারিফ রেট অর্থাৎ এফটিআর।

ট্রেন ভাড়া করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আইআরসিটিসি ওয়েবসাইটে। সেখানে বেছে নিতে হবে, আপনি ঠিক কেমন ভাবে ট্রেন ভাড়া নিতে চান। এসি ফার্স্ট ক্লাস, এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ার, এসি চেয়ার কার, এসি সেলুন কার, স্লিপার প্রভৃতি হিসেবে ভাড়া নিতে পারেন। সরাসরি আপনি আইআরসিটিসির সাধারণ ওয়েবসাইটে গিয়ে লগইন করতে পারবেন না। প্রথমে আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তারপরে আসবে আসল ফর্ম । সেই ফর্মে যাবতীয় তথ্য লিখে ভাড়া প্রদান করলে আপনি ট্রেন কিংবা বগি বুক করতে পারবেন। সব স্টেশন থেকে এই কাজটি করা যাবে না। কোন বড় স্টেশনের সংরক্ষণ সংক্রান্ত দফতরের কর্তাদের সঙ্গে কথা বলে এই কাজ করতে হবে।

যদি গোটা ট্রেন বুক করতে চান তাহলে সর্বনিম্ন ১৮টি বগি নিতে হবে। সর্বোচ্চ নেওয়া যায় ২৪টি বগি। তার মধ্যে কিন্তু দুটি জেনারেটর বগি থাকবে। তার ভাড়াও আপনাকে দিতে হবে। এইভাবে ট্রেন ভাড়া করে শুধুমাত্র আপনি সফর করতে পারবেন। শুটিংয়ের কাজ কিংবা অন্য কোন কাজে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। ট্রেন আপনাকে ভাড়া দেওয়া মানে ট্রেনের পরিচালনার দায়িত্ব আপনার নয়, তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ রেলের কাছেই থাকবে। এক্ষেত্রে বগি পিছু প্রায় ৫০ হাজার টাকা আগে জমা করতে হয়। এছাড়াও দিন পিছু প্রত্যেক বগির জন্য ভাড়া দিতে হয় প্রায় ১০ হাজার টাকা। বুক করার সময় আপনাকে জানাতে হবে কত সময়ের জন্য আপনি ট্রেন বুক করতে চাইছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version