Laser Treatment: কোমল রোমহীন ত্বক পেতে চান? বাজারজাত পণ্যের বিকল্প হতে পারে এই ট্রিটমেন্ট

।। প্রথম কলকাতা ।।

Laser Treatment: প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলার চেষ্টা কোন না কোন বয়সে প্রত্যেক মহিলারাই করে থাকেন। সে ক্ষেত্রে তাঁরা ঘরোয়া পদ্ধতি থেকে শুরু করে বাজার চলতি প্রসাধনীর ব্যবহার কোনটাই বাদ রাখেন না। কিন্তু সৌন্দর্যায়নের ক্ষেত্রে যখন ঘরোয়া টোটকা কিংবা বাজারের প্রোডাক্ট গুলি কোন কাজে আসে না তখন বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হয়। বর্তমানে রূপচর্চার ক্ষেত্রে তেমনি একটি বিকল্প ব্যবস্থা হল লেজার ট্রিটমেন্ট (Laser Treatment)। এটি একটু খরচ সাপেক্ষ অবশ্যই কিন্তু রূপচর্চার ক্ষেত্রে এই লেজার ট্রিটমেন্ট এখন মহিলাদের কাছে অন্যতম পছন্দের।

মুখে অতিরিক্ত রোম থাকা অথবা অপছন্দের কোন জন্ম দাগ (Birthmark), স্ট্রেচমার্ক এইসব দূর করার জন্য লেজার ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এতে স্কিন লিফটিং, টাইটেনিং, রোম দূরীকরণ, দাগ ছোপ দূর করা এবং ত্বক মসৃণ করা সম্ভব হয়। এই ট্রিটমেন্টে কোন রকম কাটাছেঁড়া করা হয় না। তাই ব্যথা হওয়ার প্রশ্নই নেই। আর লেজার ট্রিটমেন্টের এত রকম সুবিধার কারণেই এটি ক্রমশ মহিলা মহলে জনপ্রিয়তার শিখরে উঠছে। আসলে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার ত্বকের উপরের স্তরটিকে পুড়িয়ে একটি নতুন ত্বক প্রতিস্থাপন করা হয়। এটি ত্বকের উপরের স্তরকে লেজার রশ্মি দিয়ে নষ্ট করে দেয়। আর সেই সঙ্গে ত্বকের ভেতরের স্তরটিকে ধীরে ধীরে উত্তপ্ত করে।

ওই উত্তাপের কারণে ত্বকে কোলাজিনের মাত্রা বাড়তে থাকে। যার ফল স্বরূপ স্কিনটোন সমান হয় এবং ত্বকের টেক্সচার হয় বেশ ভালো। এই লেজার ট্রিটমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি অ্যাবলেটিভ ট্রিটমেন্ট নামে পরিচিত। যার মাধ্যমে রিঙ্কেলস, মোল , ফাইন লাইনস প্রভৃতি দূর করা যায়। আর দ্বিতীয়টি হল নন- অ্যাবলেটিভ লেজার ট্রিটমেন্ট। এর মাধ্যমে ত্বকের উপরের অংশকে কোন রকম ভাবেই নষ্ট করা হয় না। বরং এর ভেতরের অংশের টিস্যুগুলিকে গরম করে তোলা হয়। যাতে কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়। এটি ব্রণ জাতীয় সমস্যা সমাধানে সাহায্য করে।

কতটা খরচ সাপেক্ষ লেজার ট্রিটমেন্ট ?

এই লেজার ট্রিটমেন্ট একবার করলে তেমন কোন ফল পাওয়া যায় না। কম করে ছ’টি সেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে খরচ পড়ে ৪৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত। যদিও বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের মূল্য বিভিন্ন হতে পারে।

লেজার ট্রিটমেন্টের পার্শ্ব-প্রতিক্রিয়া ?

প্রত্যেকটি জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমনি তার কিছু খারাপ দিকও রয়েছে। এই লেজার ট্রিটমেন্টেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effects) রয়েছে। বর্তমানে লেজার ট্রিটমেন্ট দারুণভাবে রূপচর্চার ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করায় অনেকেই এটি করতে চাইছেন। সে ক্ষেত্রে খরচটা একটা বড় বাধা । কিন্তু দেখা যাচ্ছে শহরের বিভিন্ন পার্লারে অনেক কম টাকায় লেজার ট্রিটমেন্ট করা হচ্ছে। তার নেপথ্যে কারণ হল সেই সব বিউটি পার্লারে (Beauty Parlour) যারা লেজার ট্রিটমেন্ট করছেন তাঁরা যথাযথ প্রশিক্ষণ নেননি। সেই সমস্ত জায়গা থেকে যদি ট্রিটমেন্ট করানো হয় তবে হিতে বিপরীত হওয়ার মতো সম্ভাবনা থাকে। দেখা দিতে পারে ত্বকের কোন বড়সড়ও রোগ। তাই ডার্মাটোলজিস্টরা পরামর্শ দেন, লেজার ট্রিটমেন্ট করাতে গেলে সর্বপ্রথম একটি ভালো জায়গা দেখেশুনে বিচার করতে হবে। তারপরেই সেখানে ট্রিটমেন্ট করানো উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version