আলিয়ার মত বেবি স্কিন পেতে চান? এই টিপস মেনে চলুন

।। প্রথম কলকাতা ।।

আলিয়ার মতো বেবি স্কিন পেতে চান? আচ্ছা ৩০ বছর বয়সেও এতো নরম, ঝলমলে ত্বক কীভাবে ধরে রেখেছেন রণবীর পত্নী? সকালে ঘুম থেকে আপনি যদি এই রুটিনটা ফলো করতে পারেন নায়িকার মতো আপনার ত্বকেও এরকম জেল্লা আসবেই। আইস ফেসিয়াল কীভাবে ফলো করেন আলিয়া? কোনও কসমেটিক প্রোডাক্ট নয়। সামান্য মাটিতেই ভরসা আলিয়ার। নায়িকার বেবি স্কিনের সিক্রেট জানাবো আজকের প্রতিবেদনে। বলিউডে এত নায়িকা রয়েছেন কিন্তু আলিয়ার মতন এত সুন্দর ত্বক খুব কম নায়িকারই দেখা যায়। কোনো মেকআপ এবং বিউটি ট্রিটমেন্ট ছাড়াই তাঁকে সবসময় উজ্জ্বল দেখায়। আলিয়া অনেকসময় মেকআপ ছাড়াই অনেক ছবি শেয়ার করেন। তাঁর গোলাপী গাল আপনার চোখে পড়বেই।আলিয়ার রূপের এই রহস্য কী?

সাধারণ মেয়েদের মতো আলিয়া ভাটেরও ত্বকের ফোলা ভাবের সমস্যা রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর তাঁর মুখে ফোলাভাব দেখা যায়। তাই ঘুম থেকে উঠে আলিয়ার প্রথম কাজ আইস ফেসিয়াল করা। আপনার সকালের ঘুমের ঘোর কেটে একটা ফ্রেশনেস আসবেই। একবাটি বরফ গোলা জল নিন কিছু ভাঙা বরফ সাথে মিশিয়ে দেবেন এবার চোখ বন্ধ করে মুখ ডোবান ওই জলে ২-৩ সেকেন্ড রেখে মুখ তুলে ফেলুন। এরকম দুবার করুন এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছুন আলতো করে মুখের ত্বকে দেখবেন একটা লালচে ভাব এসছে। শুধু এটা ফলো করলেই হবে না। আলিয়া জানিয়েছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর একটি বিশেষ মর্নিং ড্রিঙ্ক তার চাই ই চাই। সেটা কী জানেন?

হালকা গরম জলে লেবুর রস দিয়ে এটি তৈরি করা হয়। লেবু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বককে তরুণ রাখতে সাহায্য করে। আর আলিয়া নিজেকে হাইড্রেটেড রাখতে যতটা সম্ভব জল পান করেন আলিয়া ফেস মাস্ক ব্যবহার করতে ভালোবাসেন ঠিকই। কিন্তু যতটা সম্ভব বাজারজাত কসমেটিক প্রোডাক্ট এড়িয়ে চলেন। মূলতানি মাটিতে কীভাবে কাজে লাগান নায়িকা? আলিয়ার বেবি স্কিনের অন্যতম রহস্য হল ত্বক উজ্জ্বল করতে তিনি সবসময় মূলতানি মাটি ব্যবহার করেন
এর ফেস মাস্ক ত্বকে জাদুর মতো কাজ করে খনিজ পর্দার্থ সমৃদ্ধ এই মাটি ব্রণ চোখের নীচের কালি, কালো দাগছোপ দূর করে সহজেই।

খুব ব্যস্ত অভিনেত্রী হওয়ায় রূপচর্চার জন্য তেমন একটা সময় পান না তিনি। তবে যতটুকু সময় পান, তা অবশ্যই কাজে লাগান ত্বকের যত্নে। আপনিও কাজের ফাঁকে ত্বকের যত্ন নিতে ভুলবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version