New year fashion idea: নতুন বছরের পার্টিতে পোশাকে সবার নজর কাড়তে চান? পুরুষদের জন্য কয়েকটি দারুন ফ্যাশন আইডিয়া

 

।।প্রথম কলকাতা।।

New year fashion idea: আজকের উচ্ছ্বাসের রাত পার হলেই নতুন বছর। শীতকে সঙ্গী করে চারদিক সেজে ওঠে উষ্ণতার আমেজে। নতুন ট্রেন্ডের চোখে চোখ রেখে এ বার সেজে ওঠার পালা। আর তার আয়োজনও বড় কম নয়। তবে সাজপোশাক যতই ট্রেন্ডি হোক না, তার সঙ্গে পাল্লা দিতে হবে মেকআপকেও। তবেই না তাদের যুগলবন্দি হবে নজরকাড়া। চলুন বর্ষবরণের পার্টিতে পুরুষদের স্পেশাল লুক কেমন হতে পারে দেখে নিই।

বিজনেস ক্যাজুয়াল লুক

পুরুষের উইন্টার ক্লোদিং হিসেবে বেছে নেওয়া যেতে পারে বাইকার জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ নানা বৈচিত্র্যের সোয়েটার। পাশাপাশি রং, স্ট্রাইপ ও প্যাটার্নের ভিন্নতায় ব্লেজারের প্রিমিয়াম কালেকশন দেবে বিজনেস ক্যাজুয়াল লুক।
এতোদিন পুরুষের শীতের পোশাকে ছিল থিম্যাটিক উপস্থাপন। এখন প্রাধান্য পেয়েছে স্পোর্টস ওয়্যার। সঙ্গে আছে লাইটওয়েট উইন্টার ওয়্যার। রং নকশায় এবারের শীতের পোশাকে প্রতিনিধিত্ব করবে ক্যাজুয়াল মুড। এই সিজনে উষ্ণতা ছড়াবে সলিড রং।

ডিনার পার্টির জন্য মখমলের ব্রেস্টেড ব্লেজার

আপনার পোশাক যেন আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলতে পারে। তাই আড়ম্বরপূর্ণ পার্টি লুকের জন্য একটি প্যাস্টেল রংয়ের অক্সফোর্ড শার্টের ওপরে একটি মখমলের ব্রেস্টেড ব্লেজার বেছে নিন। ধূসর বা কালো প্যান্ট থাকুক তার সঙ্গে। জুতো সহ যা দেখতে অসাধারণ হবে। এই লুক যেকোনো ডিনার পার্টি বা হাউস পার্টিতে অপরাজেয়। একটি মেটাল ঘড়ি, একটি সূক্ষ্ম সুগন্ধি এবং জেলযুক্ত চুল দিয়ে আপনার চেহারা আপগ্রেড করুন।

লাল জ্যাকেট ও জুক্সটাপোজড টাই

আপনি যদি আপনার স্বকীয়তার ওপর আস্হাশীল থাকতে চান তাহলে সোয়েডে  বা ভেলভেট কাপড়ে হালকা সোনালি বা গভীর লাল জ্যাকেট ব্যবহার করুন। এর সঙ্গে থাক প্যাস্টেল রঙের শার্ট এবং জুক্সটাপোজড টাই।

লিনেন শার্ট সহ প্রিন্টেড ব্লেজার

বিলাসবহুল লিনেন শার্ট সহ প্রিন্টেড ব্লেজারগুলি আপনার ব্যক্তিত্ব এবং আপনার সামগ্রিক চেহারায় সঠিক রং এবং সেক্সি ভাবের সাথে একটি আলাদা গ্ল্যাম যোগ করবে। মানানসই মিড-রাইজ ট্রাউজার্স এবং কমপ্লিমেন্টারি ব্রোগ জুতা দিয়ে এই নতুন বছরের লুক নিয়ে আসুন। তার সঙ্গে থাক রেজার-ট্রিম করা চুল। সবাই ঘুরে ফিরে আপনাকেই দেখবে।

ধুতি সহ ডুপিয়ন সিল্ক কুর্তা

আপনি যদি ক্লাসিক ভারতীয়ঐতিহ্যবাহী লুকের কথা ভাবেন তাহলে আপনার জন্য থাকুক জিন্স বা ধুতি সহ ডুপিয়ন সিল্ক কুর্তা।  তার সঙ্গে থাক হস্তশিল্পের স্লিপ-অন।

চেক শার্ট, স্পেড কলার

চেক শার্ট, স্পেড কলারে আকর্ষণীয় হয়ে উঠুন একটি স্টেট কলার এবং প্যাচ পকেট ও  ট্রাউজার সহ একটি আকর্ষণীয় ক্যাজুয়াল লুক ভাবতে পারেন। তা আপনার সামগ্রিক ব্যক্তিত্বে পৌরুষ ও আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলবে। একটি কালো ঘড়ি যোগ করুন এবং জুতো টাই-আপ করুন যাতে আপনার নতুন বছরের পার্টি লুকে একটি টেঞ্জি টুইস্ট যোগ করা যায়।

কালো টি-শার্ট,ডেনিম জিন্স

আপনার প্রিয় কালো টি-শার্ট এবং ডেনিম জিন্সের সাথে নেভি ব্লু ডেনিম জ্যাকেট থাকতেই পারে। তার সঙ্গে থাক জেল দেওয়া চুল ও ফ্রেঞ্চ-কাট দাড়ি। থাকুক বডি স্প্রে।

লিনেন-সুতির সাদা শার্টের সঙ্গে কোমরকোট

একটি লিনেন-সুতির সাদা শার্টের সাথে একটি মানানসই কালো কোমরকোট এবং ট্রাউজার্স, কালো জুতোয় অন্যরকম লুক দিন। আরও কমনীয় ভাব যোগ করতে জেল দিয়ে আপনার ছাঁটা চুল সেট করুন এবং আপনার হাতে একটি মেটাল ঘড়ি যোগ করুন।

শেভ করার পর থাকুক ময়েশ্চারাইজার

মনে রাখবেন রুক্ষতা পুরুষের গয়না, রাফ মানেই হ্যান্ডসাম- এসব বলার দিন চলে গিয়েছে৷ রুক্ষতা এখন আর পুরুষের ফ্যাশন স্টেটমেন্ট নেই৷ তাই অ্যাটিটিউড হোক বা ত্বক কোনও কিছুতেই রুক্ষতা রাখার প্রয়োজন নেই৷ তাই শেভ করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন৷দাড়ি রাখা জেন ওয়াই-এর নতুন ফ্যাশন স্টেটমেন্ট৷ কিন্তু তাই বলে সেই দাড়ি বেড়ে মাটিতে ঠেকে যাওয়ার ব্যাপারটি কিন্তু মোটেই হ্যাপেনিং নয়৷ তাই শেভ করুন সঠিকভাবে৷ দাড়ি রাখতে চাইলে তাকে ট্রিম করুন৷ এতে আপনার ফ্যাশন সচেতনতা এবং পরিচ্ছন্নতা উভয়ই বজায় থাকবে৷ট্যান পড়া নিয়ে তো মেয়েরা ভয় পায় আর ছেলেরা বাদামীই ‘হট’-এমন ভাবনা বয়ে বেড়ানোর দিন শেষ৷ রোদে ঘুরে মুখময় ট্যান নিয়ে ঘুরে বেড়ানো কোনওভাবেই কেতাদুরস্ত নয়৷ তাই রাস্তায় বেরোলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version