Ayodhya Ram Mandir: রাম মন্দিরে আরতির পাশ বুকিং করতে চান ঘরে বসেই ? জানুন কি ভাবে করবেন

।। প্রথম কলকাতা ।।

Ayodhya Ram Mandir: আগামী ২২ জানুয়ারি অয্যোধ্যায়রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির উদ্বোধনের পরই অযোধ্যা শহরে নামবে অগণিত ভক্তের ঢল। আরতির সময় অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা প্রবল। যদি আপনি আগাম পাস বুকিং না করে থাকেন তাহলে আরতি দেখার সুযোগ মিলবে না রাম মন্দিরের। ভক্তদের অরতি দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাম মন্দির কর্তৃপক্ষ। কারণ একটাই অতিরিক্ত ভিড় এড়ানো। কীভাবে ঘরে বসেই পাস বুকিং করবেন? জানুন পদ্ধতি।

১. প্রথমে ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org -এ ক্লিক করুন
২. দিতে হবে আপনাকে মোবাইল নম্বর, এরপর আপনার মোবাইলে যে ওটিপি আসবে, তার সাহায্যে লগইন করুন
৩. আপনার সামনে ওপেন হয়ে যাবে হোমপেজ, সেখানে আরতি সেকশনে ক্লিক করুন
৪. এবার আপনি কোন ধরনের আরতিতে অংশ নিতে চাইছেন, সেটিতে তারিখ মেনশন করে ক্লিক করুন
৫. বিবরন দিন আপনার নাম, ঠিকানা, ছবি
৬. কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে মন্দির দর্শনের দিন। তার জন্য প্রয়োজন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড।

প্রসঙ্গত, আরতির ২৪ ঘণ্টা আগে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আরতির কথা মনে করিয়ে দেবে মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৬ জানুয়ারি থেকে ২২ এ জানুয়ারি পর্যন্ত রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। সরয়ু নদীর তীরে দশবিধ স্নান, বিষ্ণু পূজা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে শেষ হবে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দিয়ে।

 

 

Exit mobile version