Mahogany tree cultivation: কম সময়ে কোটিপতি হতে চান? চাষ করুন মেহগনির

।।প্রথম কলকাতা।।

Mahogany tree cultivation: চাষ করেও হওয়া যায় কোটিপতি। তার জন্য প্রথাগত চাষ ছেড়ে করতে হবে মেহগনি চাষ। ১২০ টি গাছ লাগালে ১২ বছর পর মিলবে কোটি টাকারও বেশি।এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এই গাছের কাঠ মহামূল্যবান। বীজ, ছাল, পাতা মোটা দামে বিক্রি হয়। একটু যত্ন করলে ক্ষতি সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মেহগনি ২০০ ফিট উঁচু পর্যন্ত বাড়ে। এই গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে খুব জোরে হাওয়ার ভয় কম থাকে। আমাদের দেশে পাহাড়ি এলাকা বাদ দিয়ে যে কোন জায়গায় এই মেহগনির চাষ করা যায়। এর জন্য প্রাকৃতিক উর্বর মাটি ভালো, জল নিকাশি ব্যবস্থা থাকলেই চলবে।

মেহগনি র একটি গাছ ১২ বছরে কাঠ এবং অন্যান্য সামগ্রী দিতে পারে। পাঁচ বছরে একবার বীজ দেয়। এই বীজের দাম প্রচুর। হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। ছাল বিক্রি করা যায়। এছাড়াও এই গাছের পাতাও বিক্রি হয়। তার থেকে মহামূল্যবান ওষুধ তৈরি হয়। বীজের সঙ্গে গাছের ছাল এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা যায়। ১২ বছর পর কাঠ দু হাজার থেকে দু হাজার দুশো টাকা প্রতি কিউবিক ফিট হিসেবে সহজেই বিক্রি করা যায়। বীজ পাতা, ছাল ওষুধ তৈরির জন্য কাজে লাগে। তাই জমি ফেলে না রেখে সেখানে মেহগনি গাছ লাগিয়ে দিন। কোটিপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version