How to Become CBI Officer: সিবিআই অফিসার হতে চান? ধুরন্ধর বুদ্ধি থাকলেই পাবেন মোটা টাকার মাইনে

।। প্রথম কলকাতা ।।

How to Become CBI Officer: সিবিআই অফিসার হতে চান? মাথায় ধুরন্ধর বুদ্ধি থাকলেই পাবেন মোটা টাকার মাইনে। কিন্তু কিভাবে করতে হয় অ্যাপ্লাই? কী নিয়ে পড়াশুনা করতে হবে?সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ভারতের অন্যতম প্রধান তদন্তকারী সংস্থা। যার ভয়ে হাড় হিম হয়ে যায় অপরাধীদের। বড় বড় দুর্নীতি, বিশেষ অপরাধ, জালিয়াতি থেকে শুরু করে আর্থিক অপরাধের মূল মাথাকে খুঁজে বার করে। দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এরা সিদ্ধ হস্ত। সিবিআইয়ের কর্মক্ষেত্র গোটা দেশে। কেন্দ্রীয় সরকার কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই গোটা দেশে তদন্ত করতে পারে। সিবিআই অফিসার হওয়া মুখের কথা নয়। রীতিমত কঠিন পরীক্ষায় পাশ করতে হয়। ঠান্ডা মাথায় সমাধান করতে হয় চ্যালেঞ্জ।

সিবিআই অফিসার হওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী দিতে হবে যোগ্যতার পরীক্ষা। নিয়োগ করা হয় ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কন্সটেবল পদে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাস করলেই করতে পারবেন আবেদন। শুধু লিখিত পরীক্ষা নয়, কয়েকটা বিষয়ের উপর দক্ষতা থাকা খুব দরকার। সিবিআই অফিসার হওয়ার প্রথম শর্ত সাহস। দরকার তীক্ষ্ণ দৃষ্টি শক্তি। প্রচুর ধৈর্য থাকা চাই। প্রয়োজন যৌক্তিক মানসিকতা। যে কোনো সময়ে আপনাকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হবে। তার জন্য দরকার মানসিক প্রস্তুতি। শারীরিকভাবে ফিট হওয়া চাই। পর্যবেক্ষণ, বিশ্লেষণ করে সমস্যার সমাধান করার জন্য চাই ধারালো উপস্থিত বুদ্ধি।

এই চাকরিতে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে ঠিকই, পাশাপাশি পাবেন মোটা বেতন। ইউপিএসসি কিংবা এসএসসি পরীক্ষার মাধ্যমে আপনি সিবিআই অফিসার হতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল পরীক্ষার মাধ্যমে সিবিআই কর্মী হতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। ইউপিএসসির মাধ্যমে চাকরি করলে বেতন পাবেন প্রায় ৪৪ হাজার টাকা। সিজিএল এর মাধ্যমে নিয়োগ পেলে বেতন হবে ৩৪ হাজার ৮০০ টাকা।

সিবিআই আর সিআইডি কিন্তু একসাথে গুলিয়ে ফেলবেন না। এই দুই সংস্থা গুরুতর জটিল কিংবা গোপনীয় ফৌজদারি মামলা তদন্ত করলেও দুটি আলাদা সংস্থা। কাজও আলাদা। সিবিআই বিশেষত দুর্নীতি, খুন এবং কেলেঙ্কারির মামলা তদন্ত করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। অপরদিকে সেই ব্রিটিশ রাজের সময় ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সিআইডি অর্থাৎ অপরাধ তদন্ত বিভাগ। এটি রাজ্যগুলোর অপহরণ, খুন, চুরি, দাঙ্গা সম্পর্কিত মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। কখনো হাইকোর্টের নির্দেশেও রাজ্য সরকারকে যেকোনো বিষয়ে সিআইডি দিয়ে তদন্ত করতে হয়। সিবিআই ভারতের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, যা রাষ্ট্রের সুরক্ষা সংক্রান্ত মামলার তদন্ত করে থাকে। হেড কোয়ার্টার রয়েছে নয়া দিল্লিতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version