পুজোয় সুন্দরী হতে চান? এভাবেই সারুন লাস্ট মিনিটের রূপচর্চা

।। প্রথম কলকাতা ।।

পুজো এসে গিয়েছে। এখন মন চাইলেই বেরিয়ে পড়া।ইতিমধ্যেই কয়েক বার পার্লারে গিয়ে নিশ্চয়ই রূপ চর্চা সেড়েছেন। কিন্তু সেটাই শেষ কথা নয়। পুজোয় সৌন্দর্য ধরে রাখতে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। চোখের তলায় কালি পড়ে গেলে সব কিছুই মাটি। নিজেকে ক্লান্ত দেখালেও চলবে না। পুজোর দিনগুলিতে তরতাজা ও সুন্দর থাকতে কি করবেন? চলুন দেখে নেওয়া যাক লাস্ট মিনিটের রূপচর্চা। ব্যাগে রাখুন সানস্ক্রিন লোশন। নিজেকে ফ্রেশ রাখতে এই ক’দিন প্রচুর জল আর হেলদি ফুড খেতে হবে। এখন তো আমরা শপিং করার জন্য ঘুরে বেড়াচ্ছি, আর অক্টোবরেও এবার যা গরম তাই ব্যাগে সানস্ক্রিন লোশন রাখতেই হবে। আর সেটা বার বার লাগাতে হবে। ডায়েটের ব্যাপারেও খেয়াল রাখতে হবে।রোজের রুটিনে হালকা এক্সসারসাইজও রাখতে হবে।এইসময় হঠাৎ করে ওজন কমানো একদম ঠিক নয়।

রাত জেগে হোয়াটসঅ্যাপ বন্ধ। বেশি কাজ করে বা রাত জেগে যদি চোখের তলায় কালি পড়ে তাহলে কিন্তু সেটা পুজোর আগে তোলা খুব মুশকিল। তাই এই সময় ঘুমটা ঠিক হওয়া দরকার। কারণ আমি আমার পুরো প্রফেশনাল লাইফে দেখেছি চোখের তলায় একবার কালি পড়লে তা তোলা বেশ মুশকিল। তাই এইসময় রাত জেগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ একদম নয়। বাড়িতেই বানান ট্যান রিমুভ ফেসপ্যাক

বাড়ি ফেরার পর ওটস, টম্যাটো, কিউয়ি, কলা মিক্সড করে মুখে প্যাক হিসাবে লাগানো যায়। যাদের র‌্যাশ বা ব্রণ নেই তারা ওটসের বদলে ডালিয়া ক্রাশ করে লাগাতে পারেন। এতে ট্যান রিমুভ হবে।

এখন হিউমিডিটি খুব বেশি তাই বাড়ি ফিরে স্কিনের হাইড্রেশন দরকার। পার্লারে গিয়ে ফেশিয়াল বা হেয়ার স্পা করার সঙ্গে পেডিকিওর, ওয়্যাক্সিং, ম্যানিকিওর করাতে হবে। তাহলেই পুরো ব্যাপারটা মানানসই হবে।

যাঁরা খুব তাড়াতাড়ি মেকওভার চান, তাঁদের যদি মেক-আপ সম্পর্কে একটা ধারণা থাকে তাঁরা আই-মেক নিয়ে ভাবতে পারেন। আই-মেক আপে অল্প চেঞ্জ আনলেই মেকওভার হয়ে যাবে।

পুজোর ক’দিন প্রচুর জল আর হেলদি ফুড খাবেন। পুজোর আগে একবার ত্বক এক্সফোলিয়েট করে নিন। এতে ত্বকের উপর তলে জমে থাকা মরা কোষ পরিষ্কার হয়ে যাবে। পুজো চলাকালীন ত্বক এক্সফোলিয়েট করতে পারেন। ফেসিয়াল করানোর পরিকল্পনা থাকলে তাহলে আর এক্সফলিয়শনেল দরকার নেই।

একটি ভালো প্যাকের সন্ধান আপনাদের দিচ্ছি আমরা। টক দই ও অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করে‌ নিন।এরপর সেটি মুখে লাগিয়ে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নিন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

যদি দেখেন আপনার চামড়া কুঁচকে গিয়েছে। পুজয় রাতারাতি ঠিক করতে বরফের সাহায্য নিন। এক টুকরো বরফ নিয়ে ত্বকে ঘষে নিন। পুজোর দিনগুলোই মেকআপ শুরুর আগেও আপনি ত্বকে বরফ ঘোষতে পারেন। এতে রোমকূপের ছিদ্রগুলো সংকুচিত হবে। মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version