New year fashion tips: নিউ ইয়ার পার্টিতে চান আপনার চাহনিতে মুগ্ধ হোক সবাই? রইল দারুন কিছু আইডিয়া

।। প্রথম কলকাতা ।।

New year fashion tips: বর্ষবরণে মাতবে সবাই। নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে এখন সকলেই ব্যস্ত। নতুন কিছু শুরু করার একটা জমাটি সেলিব্রেশন (celebration) হবে না তা আবার হয় নাকি? তবে পার্টিতে (Party) যাওয়ার আগে অবশ্যই নজর দিতে হবে আউটফিট এবং মেকআপের দিকে। ওয়েস্টার্ন আউট ফিট নাকি জমকালো শাড়িতে নজর কাড়তে চান?

ওয়েস্টার্ন পোশাকের আইডিয়া

নিউ ইয়ার পার্টির জন্য আপনার পছন্দের ওয়েস্টার্ন (Western) পোশাক বেছে নিন। জাম্প শুট, মিনি ড্রেস, টিউনিট ড্রেস, পেন্সিল ড্রেস ও ম‍্যাক্সি ড্রেস পড়তে পারেন। জিন্সের সঙ্গে ক্রপ টপ তার ওপরে সিকুইন ব্লেজার বা মানানশই জ্যাকেট করতে পারেন।

ভারতীয় পোশাক

নিউ ইয়ার পার্টিতে পুরোপুরি ভারতীয় লুকে যেতে চাইলে শাড়ি পড়তে পারেন। শাড়ির থেকে ভালো ইন্ডিয়ান আউটফিট আর কিছু নেই। সিল্ক, শিফন, চান্দেরি করতে পারেন। শাড়ি পড়তে না চাইলে কুর্তি পালাজো, সালোয়ার কামিজ, চুড়িদার, লং স্কার্ট পরতে পারেন।

ইন্দো ওয়েস্টার্ন পোশাকের আইডিয়া

ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে জাতীয় ছোঁয়া দিতে পারেন। ওয়েস্টার্ন আউটফিট কে ইন্ডিয়ান লুক দিন শুধু স্টাইলটা একটু বদলে ফেলতে হবে। নিউ ইয়ার পার্টিতে হিন্দু ওয়েস্টার্ন স্টাইলে সাজার জন্য বেছে নিতে পারেন গাউনস্টাইল কামিজ, হাই লো কুর্তি, আনারকলির সঙ্গে জ্যাকেট পরতে পারেন।

নিউ ইয়ার পার্টিতে কেমন হতে পারে আপনার মেকাপ লুক তার কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা।

গ্লসি লুক

যে কোনো ধরনের আউটফিটের সঙ্গে ট্রাই করতে পারেন গ্লসি লুক। মেকাপের মাধ্যমে ত্বককে চকচকে করে তুলতে হবে। আর পার্টিতে এই ধরনের লুক সব সময় আলাদা নজর কাড়ে।

ট্র্যাডিশনাল লুক

পার্টিতে ট্রেডিশনাল লুক অনেকেই পছন্দ করেন। শাড়ি বা সমতুল্য যে কোনো পোশাক পড়ুন। চোখ ঠোঁট সবেতেই সমান গুরুত্ব দিন‌। আপনার বড় চুল হলে খোলা রাখতে পারেন।

ম্যাট লুক

সাজতে হয়তো আপনি ভালবাসেন। কিন্তু পার্টির সাজ নিয়ে কোনো রকম বাড়াবাড়ি হয়তো আপনার পছন্দ নয়। সেক্ষেত্রে আপনার জন্য ম্যাটলুক আইডিয়াল। একেবারে ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করুন। এতেই অনেকটা ম্যানেজ হয়ে যাবে। আর হাইলাইটারের ব্যবহার বন্ধ করতে হবে।

শিমারি আই

সাধারণত পার্টি লুক মানেই গর্জাস। এমন ধারণা রয়েছে অনেকের। সেই লুক আনতে গেলে চোখে শিমার ব্যবহার করুন।

রঙিন আইলাইনার

রঙিন আইলাইনার ট্রাই করার জন্য নিউ ইয়ার পার্টি বেছে নিতে পারেন। লাল, কমলা, সবুজ ,নীল বিভিন্ন রঙের আইলাইনার কিনতে পাওয়া যায় পোশাকের রঙের সঙ্গে কনট্রাস্ট করে ব্যবহার করুন।

ওম্বার লিপস

পার্টিতে ট্রেনডি এবং ক্লাসি লুক চাইলে ট্রাই করুন ওম্বার লিপস মেকআপ। ডার্ক কালারের লিপস্টিক ব্যবহার করুন।

ম্যাট লিপস

পার্টিতে কোনও রকম এক্সপেরিমেন্ট করতে না চাইলে আপনার চেনা রং এর ম্যাট লিপস্টিক ব্যবহার করুন অবশ্যই পোশাকের রং এর সঙ্গে কনট্রাস্ট করে নেবেন।

ব‍্যাগ

শুধু পোশাক বা মেকআপ এর দিকে নজর দিলেই চলবে না। একইসঙ্গে ব্যাগের প্রতিও সতর্ক হতে হবে। আপনি কোন পোশাকের সঙ্গে কোন ব্যাগ ভালো বানাবে সেই মতো ব্যাগ নিন। ব‍্যাগ সবসময় না থাকলেও কোনো পার্টিতে প্রবেশের সময় ব্যাগ মারাত্মক দৃষ্টি আকর্ষণ করে।

জুতো

ছোট ড্রেসের সঙ্গে যেমন বুট করতে পারেন আবার রিপট জিন্সের সঙ্গেও বুট পরতে পারেন।তবে আপনি অন্য জুতো বেছে নিতে পারেন যেটা আপনার পোশাকের সঙ্গে বেশি মানানসই হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version