Mamata On Visvabharati: বিশ্বভারতীর পরিস্থিতি খতিয়ে দেখা উচিত, প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চান মমতা

।। প্রথম কলকাতা ।।

Mamata On Visvabharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্প্রতি বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে বারবার চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ছাত্র আন্দোলন এবং ছাত্রদের অসন্তোষের জেরে একাধিকবার উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। সম্প্রতি আবারও বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) জমি-বিতর্ক সৃষ্টি হয়। এই মতো পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গিয়েছে বীরভূম (Birbhum) সফরে। গতকাল তিনি বোলপুরের রাঙাবিতানে বৈঠক করেন বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া পড়ুয়া এবং অধ্যাপকদের সঙ্গে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।।

সূত্রের খবর অনুসারে, গতকাল সাসপেন্ড হওয়া পড়ুয়া- অধ্যাপকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টা চলছে এমনটা অভিযোগ করেন তিনি। বুধবার বীরভূমের সভা মঞ্চ থেকেও সেই একই অভিযোগের সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর কথায়, “বিশ্বভারতীকে নিয়ে আমরা গর্বিত । কিন্তু আজ পড়ুয়া, শিক্ষক এবং কর্মীরা কাঁদছেন। কোর্ট একটা রায় দিয়েছে। সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বংশধর সুপ্রিয় ঠাকুর তিনি জানিয়েছেন, তাঁর বাড়ির সামনেও পাঁচিল তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য। ওঁনার দেখা উচিত। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেব”।

যদিও মুখ্যমন্ত্রী কবে প্রধানমন্ত্রীকে (PM) বিশ্বভারতীর পরিস্থিতি উল্লেখ করে চিঠি (Letter) পাঠাবেন সেই সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানান নি বীরভূমের সভামঞ্চ থেকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে গৈরিকীকরণের যে অভিযোগ উঠে এসেছে তা মানতে নারাজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর পাল্টা দাবি, গৈরিকীকরণের অভিযোগের স্বপক্ষে কোন যুক্তি প্রমাণ থাকলে তা দেখানো উচিত। উল্লেখ্য, সম্প্রতি বিশ্বভারতীতে যে সমস্যা দেখা গিয়েছে তা হল, অধ্যাপক সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা অবৈধভাবে অধিগ্রহণ করেছেন। এমনটাই অভিযোগ উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে। সেই জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অধ্যাপক সেনকে দুবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চিঠিও পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বীরভূম সফরে গিয়ে দেখা করেন অমর্ত্য সেনের সঙ্গেও।

তথ্যসূত্র: আজ তক বাংলা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version