।। প্রথম কলকাতা।।
Videocon Chairman Venugopal Dhoot: সোমবার ভিডিওকন চেয়ারম্যান বেণুগোপাল ধূতকে ICICI ঋণ মামলায় গ্রেফতার করল CBI। সম্প্রতি এই মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দা কোচার ও তাঁর ব্যবসায়ী স্বামী দীপক কোচারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল মুম্বইয়ের আদালতে কোচারদের পেশ করার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার সংস্থার জালে ধরা পড়েছেন বেণুগোপাল (Venugopal Dhoot)।
উল্লেখ্য, ICICI ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে বেণুগোপালের বিরুদ্ধে। NDTV সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১০-২০১২ সালের মধ্যে ভিডিওকন গ্রুপকে আইসিআইসিআই ব্যাঙ্ক ঋণ দিয়েছিল। যার কয়েক মাস পরে বেণুগোপাল Nupower Renewables-এ ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। যেই কোম্পানি দীপক কোচারের। মামলার অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।
২০১৮-র অক্টোবরে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেন ছন্দা কোচার (Chanda Kochhar)। তবে যে সময় ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়েছিল ভিডিওকন গ্রুপকে, তখন ক্ষমতায় ছিলেন ছন্দা। রিপোর্ট অনুযায়ী সিবিআই সূত্রের খবর, অনৈতিকভাবে বিপুল অঙ্কের লোন পাইয়ে দিয়েছিলেন ছন্দা, আর সেখানে প্রভাব ছিল তাঁর স্বামীরও।
অভিযোগ ওঠে, ব্যাঙ্কের নীতি লঙ্ঘন করেছেন কোচার দম্পতি। আর তার বদলে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন তাঁরা। ২০১৯-এ যার তদন্তে নামে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি ইডি আর্থিক প্রতারণার মামলা শুরু করে। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিন বড় বিজনেস টাইকুনকে। ‘দ্য ওয়াল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। দীপক কোচারের (Deepak Kochhar) কোম্পানিতে টাকা বিনিয়োগের পাশাপাশি ছন্দা কোচারকে মুম্বইয়ে (Mumbai) ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছে ভিডিওকন গ্রুপের পক্ষ থেকে। পরবর্তীতে ভিডিওকন গোষ্ঠীকে দেওয়া লোন ‘নন ফার্মিং অ্যাসেট’-এ পরিণত হয়। শেষমেশ প্রকাশ্যে আসে এত বড় দুর্নীতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম