।। প্রথম কলকাতা ।।
Temjen Imna Along: ২০২৩ এর নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন চলতি মাসেই। কাজেই নির্বাচনকে সামনে রেখে সে রাজ্যের ক্ষমতাসীন এনডিপিপি (NDPP) সরকার ভোট প্রচার শুরু করে দিয়েছে। একই রকম ভাবে প্রচারের কাজ করে চলেছে বিজেপি এবং অন্যান্য দলগুলি। যদিও এনডিপিপি এবং বিজেপি এক জোট হয়েছিল ২০১৮ এর বিধানসভা নির্বাচনে। এবারও খানিকটা পরিস্থিতি একই রকমের। বিজেপির তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিচ্ছে ২০ জন। তার মধ্যে একজন হলেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)।
বিজেপির হয়ে তিনি লড়াই করবেন আলোংটাকি কেন্দ্র থেকে। তেমজেন তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। নাগাল্যান্ডের ভারতীয় জনতা পার্টির (BJP) রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ১৫ জানুয়ারি। যদিও তিনি ২০১৮ সাল থেকেই আলোংটাকি নির্বাচনী এলাকার নাগাল্যান্ড বিধানসভার সদস্য। এছাড়াও চতুর্থ নিফিউ রিও-এর মন্ত্রণালয়ের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী তিনি। তেমজেন সোশ্যাল মিডিয়াতে (Social Media) খুব সক্রিয় এবং তাঁর রসিকতার কারণেও তিনি বেশ ভালোই জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগাল্যান্ড সংস্কৃতিকে প্রচার করতেও ভালবাসেন।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তেমজেনের পোস্ট করা কোন ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির মানুষদের সম্পর্কে ভারতের অন্যান্য রাজ্যের মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভাঙ্গানোর চেষ্টা করেন। কিছুদিন পূর্বেই তিনি কোন এক বক্তৃতার সময় বলেন, ‘অনেক মানুষের ধারণা নাগারা মানুষ খায়। আমার চেহারা দেখে সেই ধারণা আরও প্রকট হয়’। নাগাল্যান্ডের বিজেপি রাজ্য সভাপতির এই কথা শুনে হাসির রোল ওঠে সেখানেও। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের চোখ তুলনামূলকভাবে কিছুটা ছোট হওয়ায় তাদেরকে অনেক সময়ই উপহাসের পাত্র হতে হয় । সেই পরিপ্রেক্ষিতে মজার ছলেই তেমজেন বলেন, চোখ ছোট হলেও তাদের দূরদর্শিতা স্পষ্ট। আর লম্বা বক্তৃতার মাঝে মঞ্চে ঘুমালেও ছোট চোখের জন্য খুব একটা ধরা পড়েন না । এই ধরনের ছোটখাট বিষয় নিয়ে মজা করতে দেখা যায় নাগাল্যান্ডের এই মন্ত্রীকে। তাঁর সম্পর্কে যেটুকু জানা যায়, নিজের কাজের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে দায়িত্ববান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম