Nagaland Assembly Election : ভোট পরবর্তী জোটে রাজি, নির্বাচনের আগেই জানিয়ে দিল NPF

।। প্রথম কলকাতা।।

Nagaland Assembly Election : চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে ভোট ( Nagaland Assembly Election) অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলগুলি নিজেদের মধ্যে জোটের হিসাব করতে শুরু করেছে। কেউ জোট গড়ে একসাথে লড়াই করার পরিকল্পনা করছে , আবার কেউ জোর থেকে বেরিয়ে একক হয়ে লড়াই করবে বলে ঠিক করেছে। এইমতো পরিস্থিতিতে নাগাল্যান্ডের প্রাচীন আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্ট ( NPF) অন্যরকম প্রস্তাব রাখল। তাদের দাবি, তাঁরা ভোটের আগে কোন দলের সঙ্গে সমঝোতা করবেন না। কিন্তু ভোট পরবর্তী সময়ে প্রয়োজনে যেকোনো দলের সঙ্গে জোট বাঁধতে রাজি।

এর কারণ হিসেবে অবশ্য জানানো হয়েছে নাগা পিপলস ফ্রন্ট এর অন্যতম উদ্দেশ্য হল নাগাল্যান্ডের অধিবাসীদের মূল রাজনৈতিক সমস্যাগুলো মেটানো। এর জন্য নয় তাদের ক্ষমতায় আসা প্রয়োজন । আর না হয় যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে জোট বাঁধা প্রয়োজন। তাই আগে থেকেই কোনরকম সিদ্ধান্তে উপনীত হতে চাইছে না এনপিএফ। তাঁরা নাগা অধিবাসীদের স্বার্থে বিজেতা দলের সঙ্গে জোট বাঁধতেও পিছ পা হবেন না । তা শাসকের আসনে এনডিপিপি ( NDPP) বসুক অথবা বিজেপি ( BJP) । তাদের মূল দাবি হল, নাগাদের সমস্যাগুলিকে সমাধান করার বিষয়ে রাজনৈতিক পর্যায়ে জোর খাটানো।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে নাগা পিপল ফ্রন্টের মূল দাবি গুলি হল, সে রাজ্যের সাধারণ জনগণের ঘাড় থেকে অতিরিক্ত করের বোঝা নামানোর ব্যবস্থা করা, রাজ্য জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন নাগা সংগঠনগুলির তোলাবাজিতে লাগাম লাগানো প্রভৃতি। যদিও পৃথক রাষ্ট্রের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন কিন্তু ভোটে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে ইস্টার্ন নাগাল্যান্ড লেজিসলেটর্স ইউনিয়ন।

উল্লেখ্য, এই এনপিএফ ২০০৩ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত নাগাল্যান্ডের শাসক দল হিসেবে ক্ষমতায় ছিল। পরপর তিন দফা সরকার গঠন করেছিল তাঁরা । কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে সেই ছবির পরিবর্তন হয়। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে দলের তরফ থেকে ৫৮ টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা জয়লাভ করে মাত্র ২৬ টি আসনে । পরবর্তীকালে ২০২১ সালের এনপিএফ জোট বাঁধে শাসক এনডিপিপি এবং বিজেপির সঙ্গে । তাঁরা ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স গঠন করে। তবে ২০২২ সালে আবারও নাগাল্যান্ডের রাজনীতিতে রদবদল ঘটে। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলিয়াং প্রায় ২১ জন বিধায়ককে নিয়ে এনডিপিতে যোগদান করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version