Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ডের ২০ আসনে লড়বে BJP, বাকি ৪০-এ জোট NDPP

।। প্রথম কলকাতা ।।

Nagaland Assembly Election 2023: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নাগাল্যান্ড , ত্রিপুরা, মেঘালয় ভোট পর্ব সেরে ফেলা হবে ১৬ এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন (Nagaland Assembly Election) আগামী ২৭ ফেব্রুয়ারি। বর্তমানে নাগাল্যান্ড একপ্রকার বিরোধী শূন্য বিধানসভা। কারণ নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি হাত মিলিয়েছে বিজেপির সাথে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা জোট করেছিল।২০২৩ সালেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

সম্প্রতি বিজেপির (BJP) তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকা অনুযায়ী বিজেপি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ২০ জন প্রার্থী দিচ্ছে। অন্যদিকে বাকি ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি (NDPP)। যদিও নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু মেঘালয়ের ৬০টি আসনেই পদ্ম শিবির লড়াই করবে। এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে।

২০১৮ সালের নাগাল্যান্ড বিধানসভা ভোটের ফলাফল বলছে ,সেই সময় এনডিপিপি ১৮ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জিতেছিল ১২ টি আসনে। এনপিএফ ২৬ টি আসনে। ন্যাশনাল পিপলস পার্টি দুটি আসনে আর নির্দল ও জেডিইউ একটি করে আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে নাগাল্যান্ড বিধানসভার দুই বিধায়ক নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। পুংখো খিপ্রের নির্দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ টি ইয়াংসে সাংতাম ও এনডিপিপি পার্টির থংওয়াং কন্যাক পদত্যাগ করেন। সোমবার তাঁরা তাদের ইস্তফা পত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠান বলে জানা যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version