Child harassment: রাজ্যের তরফে নজিরবিহীন পদক্ষেপ, শিশুদের যৌন হেনস্থা ঠেকাতে পাঠ

।। প্রথম কলকাতা ।।

Child harassment: শিশুদের যৌন হেনস্থা ঠেকাতে পাঠ। এবার সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের সিলেবাসে এই সচতেনতার পাঠ দেওয়া হবে। সেইসঙ্গে শিশুদের যৌন হেনস্থায় (Sexual Harrassment) কী কী শাস্তির বিধান রয়েছে ও অভিভাবকদের কর্তব্য কী তারও পাঠ পড়ানো হবে। এই প্রথম রাজ্যের তরফে এই ধরনের বিষয়কে সিলেবাসে নিয়ে আসা হল।

‘নিউজ 18 বাংলা’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে ‘গুড টাচ ব্যাড টাচ’কে (Good Touch Bad Touch) সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তাও সংক্ষিপ্ত আকারে। সেক্ষেত্রে রাজ্যের তরফে এটি একটি অভিনব উদ্যোগ বলা যেতে পারে। বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলি নিজেদের মতন করে শিশুদেরকে এই বিষয়ে সচেতন করে থাকে। উল্লেখ্য, সিলেবাসে এই বিষয়টিকে নিয়ে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ, সাম্প্রতিক সময়ে কলকাতার (Kolkata) কয়েকটি স্কুলে শিশুদের ওপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা শহর। তারপর চলতি শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রীরা যে বই পেতে শুরু করেছে, সেখানে এই বিষয়টি নজরে এসেছে। এর আগে রাজ্যের পক্ষ থেকে এত বিস্তৃত আকারে এই নিয়ে কিছু বলা ছিল না।

প্রতিবেদন অনুযায়ী, ‘যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন ২০১২’র একাধিক অংশকে সিলেবাসে তুলে ধরা হয়েছে। যেখানে সমস্তদিক থেকে সচেতন করা হবে শিশুদের। রিপোর্ট অনুযায়ী, বইয়ের মোট চার পাতা জুড়ে বিষয়টির উল্লেখ রয়েছে। প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, ‘যেটা শিশুদের জন্য ঠিক বলে মনে করা হয়েছে সেটাই সিলেবাসে নিয়ে আসা হয়েছে। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

উল্লেখ্য, ২০১৭-র সিলেবাস ছিল ‘গুড টাচ ব্যাড টাচ’। জানা যাচ্ছে, এবারে শিক্ষকদেরও এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের পাঠ দেওয়ার আগে শিক্ষকদের এই নিয়ে জ্ঞান থাকা জরুরি। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যে এই বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শহরের বুকে যে সকল ঘটনা ঘটেছে, তার জন্য এই বিষয়গুলি শিশুদের পড়া উচিত বলে এক প্রকার মনে করছে রাজ্য সরকার। শিশুরা এই বিষয়ে জানতে শুরু করলে, তাঁদের মধ্যে এই নিয়ে সচেতনতা আরও বাড়বে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version