Adeno Virus: লাগাম ছাড়া অ্যাডিনো, সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি কেন্দ্রের

।। প্রথম কলকাতা ।।

Adeno Virus: অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) নিয়ে তৎপর কেন্দ্র। বিষয়টিকে আর একেবারেই হালকা ভাবে নেওয়া যাচ্ছে না। প্রতিদিন অ্যাডিনো ভাইরাসের জেরে শিশু মৃত্যুর (Death) সংখ্যা বাড়ছে। চেনা পরিচিত ভাইরাস ধরা দিয়েছে ভয়ঙ্কর রূপে। বিশেষ করে এটি মারাত্মক হয়ে উঠেছে শিশুদের (Children) শরীরে। জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যাথার মতো একদম চেনা ছকের উপসর্গ নিয়ে হাজির হচ্ছে এই ভাইরাস। কিন্তু একে হারানো বেশ কঠিন। বড়রা অ্যাডিনো ভাইরাসের সঙ্গে পেরে উঠলেও শিশুরা পেরে উঠছে না। যার কারণে হাসপাতালে (Hospital) শিশু ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের তরফ থেকে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। সংক্রমণ রুখতে এক ঝাঁক নির্দেশিকা দিয়েছে কেন্দ্র।

নবান্নের তরফ থেকে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ রুখতে ৮ জন সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যেখানে থাকবেন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, স্বাস্থ্যসচিব, নারী ও শিশু কল্যাণ দফতরের প্রধান সচিব। এই পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্সের সদস্যরা প্রতিদিন বৈঠক করবেন। কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয় বেশ কয়েকটি রাজ্যে ভাইরাস সহ ইনফ্লুয়েঞ্জার মত অসুস্থতা এবং শ্বাসকষ্টের প্রকোপ দেখা দিয়েছে। এই সংক্রমণ সবথেকে বেশি বিপ্পজনক হয়ে উঠছে, বয়স্ক এবং কো-মর্বিডিটি থাকা অল্প বয়সীদের ক্ষেত্রে। দেখা গিয়েছে ১ই জানুয়ারি থেকে আইসিএমআর (ICMR) ল্যাবে যে নমুনা পরীক্ষা করা হয়েছিল তার ২৫ শতাংশের বেশি নমুনা অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত।

অ্যাডিনো রুখতে কেন্দ্রের নির্দেশিকা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version