S Jaishankar: ‘যুক্তরাজ্য সরকার নিরাপত্তা পূরণে ব্যর্থ’, ভারতীয় হাইকমিশনে খালিস্তানি হামলার বিষয়ে নীরবতা ভাঙলেন জয়শঙ্কর

।। প্রথম কলকাতা ।।

S Jaishankar: ব্রিটিশ যুক্তরাজ্য সরকার নিরাপত্তার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ, অভিযোগ করেলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr S Jaishankar)। লন্ডনে ভারতীয় হাইকমিশনে (Indian High Commission) ভাঙচুর এবং প্রাঙ্গনে একটি তেরঙ্গা পতাকা নামিয়ে দেওয়ার ঘটনার কয়েকদিন পর এই অভিযোগ তুললেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী। জয়শঙ্কর বলেন, “একজন কূটনীতিককে তাদের কাজ করার জন্য নিরাপত্তা প্রদান করা, দূতাবাস বা হাই কমিশনের প্রাঙ্গণের সম্মান নিশ্চিত করা গ্রহণকারী দেশের দায়িত্ব। এই বাধ্যবাধকতা পূরণ করা হয়নি। আমরা এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি।”

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার খালিস্তান সমর্থকদের একটি দল যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখায়, বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের পতাকা ও পোস্টার নিয়ে স্লোগান দেয়। অমৃতপাল সিং-এর ছবি সহ পোস্টারগুলিতে বলা হয়, ফ্রি অমৃতপাল সিং, উই ওয়ান্ট জাস্টিস, ওয়েস্ট্যান্ড উইথ অমৃতপাল সিং। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা গেছে যে একজন ব্যক্তি ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগানে ভারতীয় পতাকা নামাতে হাইকমিশনের দেওয়ালে উঠেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বলে জানায় ইন্ডিয়া টুডে।

এই ঘটনার পর রবিবার রাতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এবং ভারত যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানায়। একটি বক্তৃতা অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, “অনেক দেশ এটি (নিরাপত্তা) সম্পর্কে খুব নৈমিত্তিক। তাদের নিজস্ব নিরাপত্তা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা এবং অন্য মানুষের নিরাপত্তার বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু আমি আপনাকে একজন বিদেশী মন্ত্রী হিসেবে বলতে পারি যে আমরা এই ধরনের ডিফারেনশিয়াল স্ট্যান্ডার্ড মেনে নেব না।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version