Twitter Blue Tick: টুইটারে আর থাকবে না ব্লু টিক, দিতে হবে টাকা! চরম হতাশ গ্রাহকরা

।। প্রথম কলকাতা ।।

Twitter Blue Tick: আপনি যদি টুইটার (Twitter) ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এটি অত্যন্ত বড় খবর। শীঘ্রই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক (Blue Tick) উঠে যাবে। এর আগে টুইটার ব্যবহারকারীরা খুব সহজেই অ্যাকাউন্ট যাচাইয়ের পর ব্লু টিক ব্যবহার করতে পারতেন। যা দেখে বোঝা যেত সেই প্রোফাইলটি নকল নাকি আসল। কিন্তু এপ্রিলের ২০ তারিখের পর থেকে টুইটারের যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। যারা টুইটার ব্লু এর সদস্য একমাত্র তারাই ব্লু টিক রাখতে পারবেন।

আপনি যদি আপনার অ্যাকাউন্টে ব্লু টিক বজায় রাখতে চান তাহলে আপনাকে টুইটার ব্লু টিকের জন্য অর্থ প্রদান করতে হবে। এর আগে ১ এপ্রিল থেকে ফ্রি ব্লু টিক সরিয়ে নেওয়ার কথা উঠেছিল। টুইটারের নতুন মালিক এলন মাস্ক আবারও টুইটার ব্লু টিক নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন। তাঁর টুইটে তথ্য দিয়ে, মাস্ক বলেছেন যে ব্লু টিক সরানোর শেষ তারিখ ২০ এপ্রিল। অর্থাৎ এই দিনের পরে সমস্ত বিনামূল্যের ব্লু টিকগুলি সরানো হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে ব্লু টিক ধরে রাখতে চান তবে আপনাকে এর জন্য অর্থ প্রদান করতে হবে। ২০ এপ্রিল থেকে ফ্রি ব্লু টিক অপসারণের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক নিজেই। মাস্ক টুইট করে যাচাইকৃত টুইটার অ্যাকাউন্টগুলির জন্য ব্লু টিক সীমা নির্ধারণ করেছেন।

এলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকে নিত্যনতুন নিয়ম এনেই চলেছেন, যা ব্যবহারকারীদের অবাক করছে। সম্প্রতি তিনি টুইটারের লোগোর আইকনিক ব্লু বার্ড সরিয়ে কুকুরের লোগো রেখেছিলেন। এলন মাস্ক টুইটারে টুইট করেছেন, “লেগেসি ব্লু চেকমার্ক সরানোর শেষ তারিখ ৪/২০।” অর্থাৎ, আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক ধরে রাখতে চান, তবে আপনাকে এর জন্য মূল্য দিতে হবে। সেই ২০০৯ সাল থেকে টুইটার ব্লু টিক মার্ক দেওয়ার প্রক্রিয়া শুরু করে। এর আগে কিন্তু ব্লু টিকের জন্য কোম্পানি কোন চার্জ নেয়নি। আপনাকে ব্লু টিমের জন্য এবার টুইটার ব্লুয়ের সদস্য পদ নিতে হবে। তার জন্য খরচ করতে হবে টাকা। এলন মাস্কের এই সিদ্ধান্তে ব্যবহারকারীরা খুবই ক্ষুব্ধ হয়ে টুইটারের বিরুদ্ধে মেম শেয়ার করছেন।

টুইটার ব্লু কি?

টুইটার ব্লু-এর অধীনে, ব্যবহারকারীদের ব্লু টিক-এর জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। কিছুদিন আগে ভারতে টুইটার ব্লু সাবস্ক্রিপশন সুবিধা চালু হয়েছে। টুইটার ব্লু-এর দাম মোবাইলের জন্য প্রতি মাসে ৯০০ টাকা এবং ভারতে ওয়েব সংস্করণের জন্য ৬৫০ টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version