Twitter: বদলে গেল ট্যুইটার লোগো, কারণ খুঁজছেন নেটিজেনরা

।। প্রথম কলকাতা ।।

Twitter: সোমবার ট্যুইটার (Twitter) ব্যবহারকারীরা এলন মাস্কের (Elon Musk) কাছ থেকে আরও একটি অদ্ভুত চমক পেয়েছেন। আইকনিক ব্লু বার্ড লোগোর পরিবর্তে, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের সঙ্গে যুক্ত একটি শিবা ইনু লোগো। এই কুকুর জাপানের একটি কুকুরের প্রজাতি। এই নিয়ে বিভ্রান্ত নেটিজেনরা। তবে পরিবর্তনটি শুধুমাত্র অ্যাপ্লিকেশনটির ওয়েব সংস্করণে দেখা যাচ্ছে, মোবাইল অ্যাপে আগের মতোই রয়েছে।

আগে হোম বাটনে ‘ব্লু বার্ড’ বা নীল পাখি দেখা যেত। এখন থেকে ট্যুইটারের হোম বাটনে দেখা যাচ্ছে ডোজকয়েন ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির কুকুরটি। ট্যুইটার সিইও নিজেই টুইটারে একটি মিম পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার নথি পরীক্ষা করছেন। সেখানে টুইটারের পুরনো ছবি দেখে কুকুরটি বলছে, এটি তার বহু পুরনো ছবি। সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে ব্লুমবার্গ জানিয়েছে, ট্যুইটার তার হোম পেজের লোগো পরিবর্তন করার পরপরই ডোজকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে।

ট্যুইটারের সিইও ২৬ শে মার্চ, ২০২২-এর স্ক্রিনশটও শেয়ার করেছেন। যেখানে তার এবং একজন ব্যবহারকারীর কথোপকথনে ব্লু বার্ডের লোগোটিকে “ডোজে” এ পরিবর্তন করতে বলেছেন। ট্যুইটারে পোস্টটি শেয়ার করে মাস্ক লিখেছেন, “প্রতিশ্রুতি অনুযায়ী।” তিনি ডোজ মেমের একজন সুপরিচিত সুপারফ্যান এবং তিনি ট্যুইটারে গত বছর “স্যাটারডে নাইট লাইভ” হোস্ট করার সময় ডোজকয়েনের প্রচার করেছেন। আপাতত এই লোগো পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করছেন নেটিজেনরা।

গত অক্টোবরে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি, টুইটারও ঘোষণা করে যে, ১ এপ্রিল থেকে সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version