অবশেষে আসছে Twitter ব্লু টিক সাবস্ক্রিপশন! ভেরিফায়েড ব্যাজ পেতে কত খরচ করতে হবে?

Twitter Blue Subscription : ট্যুইটারে নিজেকে ভেরিফায়েড করতে চাইলে মাসিক কিছু অর্থ করতে হবে ইউজারদের। নানা জটিলতার পর ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন শুরু করতে চলেছে এলন মাস্ক।

।। প্রথম কলকাতা ।।

Android ও iOS উভয় ইউজারদের জন্য আলাদা আলাদা প্ল্যান নিয়ে রি-লঞ্চ হতে চলেছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। অর্থাৎ ট্যুইটারে ভেরিফায়েড হতে গেলে Android ও iOS ইউজারদের মাসিক একটি নির্দিষ্ট অঙ্ক খরচ করতে হবে। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের মালিকানা পাওয়ার পর এরকমই এক পরিকল্পনা নিয়ে আসেন ট্যুটারের নবনিযুক্ত কর্ণধার এলন মাস্ক (Elon Musk)।

ট্যুইটার ব্লু টিক পেতে কত খরচ হবে?

প্রোফাইলে ভেরিফায়েড মার্ক বসানোর জন্য Android ইউজারদের ৮ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬১ টাকা) এবং iPhone ইউজারদের ১১ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০৯ টাকা) খরচ করতে হতে পারে। এই মূল্য অনেকদিন আগেই ঘোষণা করেছিল ট্যুইটার। কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই পরিষেবা শীঘ্রই চালু করতে চলেছে ট্যুইটার।

এমনকি Apple অ্যাপ স্টোরেও তরফে এই মূল্য সংক্রান্ত সম্প্রতি একটি ইঙ্গিত পাওয়া গেছে। এখানে বলে রাখা জরুরি, iPhone ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন রাখা হয়েছিল ৭১৯ টাকা। যেহেতু Apple ডেভলপারদের থেকে ৩০ শতাংশ কমিশন চার্জ করে তাই সেই খরচ পোষানোর জন্য ৯৯৯ টাকা সাবস্ক্রিপশন মূল্য রেখেছে ট্যুইটার।

ইতিমধ্যে যাদের ব্লু টিক রয়েছে তাদের কি হবে?

ট্যুইটারে ইতিমধ্যে যেসব ইউজার ভেরিফায়েড তাদের সেটি জারি রাখার জন্য উল্লেখিত অঙ্ক খরচ করতে হবে। নচেৎ ভেরিফায়েড স্ট্যাটাস হারাতে পারেন তারা। এই প্রসঙ্গে সম্প্রতি এলন মাস্ক জানিয়েছেন, ভবিষতে অনেক ইউজাররা ভেরিফায়েড স্ট্যাটাস খোয়াতে পারেন। কারণ অনেকেই অসৎ উপায়ে এই ব্লু টিক অর্জন করেছেন।

 

আরও পড়ুন : যে কারণে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলবে ট্যুইটার, বড় ঘোষণা এলন মাস্কের

 

ভারতে কি চালু হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন?

ইতিমধ্যে বিশ্বের একাধিক রাষ্ট্রে এই পরিষেবা শুরু করার পথে এলন মাস্ক। বিভিন্ন টেক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্যান্য দেশের মতো ভারতেই খুব তাড়াতাড়ি এই পরিষেবা শুরু হবে এবং উপরোক্ত টাকা খরচ করতে হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন পাওয়ার জন্য।

ট্যুইটার ব্লু টিকের সুবিধা কি?

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই সাবস্ক্রিপশন নেবেন তারা সাবস্ক্রাইবার অনলি ফিচারের (কেবলমাত্র সাবস্ক্রাইবারদের জন্য) সুবিধা পাবে, ১০৮০p ভিডিও আপলোড করতে পারবে, রিডার মোড পাবে এবং সবচেয়ে ব্লু চেকমার্ক যোগ হবে প্রোফাইলে (রিভিউ হওয়ার পর) যা সামগ্রিক ইউজারের ট্যুইটারে ইতিবাচক একটি প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে জানা দরকার, টুইটার ব্লু ব্যাজ পাওয়ার জন্য উক্ত ইউজারের অ্যাকাউন্ট ৯০ দিন পুরোনো হতে হবে এবং প্ল্যাটফর্মে ফোন নম্বর নিশ্চিত রাখতে হবে।

Exit mobile version