।। প্রথম কলকাতা ।।
Twin Blast In Jammu: একটি নয়, জোড়া বিস্ফোরণের ঘটনা জম্বুতে (Jammu)। একই জায়গায় এই জোড়া বিস্ফোরণের কারণে আহত হন কমপক্ষে ছয় জন। ঘটনাটি ঘটেছে জম্মুর নারওয়াল (Narwal) এলাকায়। জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনায় ছয় জন আহত (Injured) হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী।
শনিবার সকালে জম্মুর নারওয়াল এলাকায় এই রহস্যময় জোড়া বিস্ফোরণের খবর পায় ভারতীয় সেনা। রিপাবলিক ভারতের একটি রিপোর্ট অনুযায়ী, ওই এলাকায় ৫ থেকে ৬ মিনিটের ব্যবধানে এই দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু তদন্তকারী সংস্থাগুলি এই বিস্ফোরণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাশাপাশি আরও জানা গিয়েছে, এদিনের বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছেও তার শব্দ গিয়ে পৌঁছায়।
#UPDATE | Twin blasts occurred in Narwal area of Jammu, 6 people injured: Mukesh Singh, ADGP Jammu Zone
(File photo) pic.twitter.com/CdxV62JcAm
— ANI (@ANI) January 21, 2023
প্রাথমিক তথ্য অনুযায়ী, জম্মুর এসএসপি চন্দন কোলি সহ নিরাপত্তা সংস্থার অন্যান্য আধিকারিকরা বিস্ফোরণ স্থলে গিয়ে পৌঁছান। খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। সেখানে এসে উপস্থিত হন ভারতীয় সেনারাও। প্রসঙ্গত, শুক্রবার অর্থাৎ গতকাল নারওয়ালে যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তার থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে আরও একটি বিস্ফোরণ হয়। কিন্তু ওই বিস্ফোরণ বজলতা এলাকায় একটি ইউরিয়া বহনকারী ট্রাকে হয়। যদিও পুলিশের তরফ থেকে গতকালকের বিস্ফোরণের সঙ্গে কোন সন্ত্রাসবাদী যোগসূত্রের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়েছিল।
J&K | Twin blasts occurred in Narwal area of Jammu, 6 people injured. Details awaited. pic.twitter.com/TYkiUoLnCP
— ANI (@ANI) January 21, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম