Weather Update: বঙ্গোপসাগরে তোলপাড়, বাংলায় আবহাওয়ার বড় বদল। খেল দেখাবে সক্রিয় বর্ষা?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: বঙ্গোপসাগরে উথাল পাথাল। বাংলার কপালে বড় দুর্যোগের অশনি সংকেত। সক্রিয় বর্ষার নামেই দুশ্চিন্তা বাড়াচ্ছে উঃ ভারত। কাকে বলে সক্রিয় বর্ষা? কবে আদ্রতাজনিত অস্বস্তি কাটবে দঃ বঙ্গে? কোন কোন জেলায় খেলা দেখাবে বৃষ্টিপাত? ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ নিয়ে বড় আপডেট দক্ষিণবঙ্গে বর্ষার গতিবিধি বাড়তে চলেছে। বর্ষাকে কয়েকটা ভাগে ভাগ করা হয় দুর্বল বর্ষা, স্বাভাবিক বর্ষা, সক্রিয় বর্ষা এবং অতি সক্রিয় বর্ষা। এখনো পর্যন্ত যা বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে তার অর্ধেক বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হলে সেটাকে স্বাভাবিক বর্ষা বলা হয়। ১৫০ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হলে সক্রিয় বর্ষা। স্বাভাবিকের থেকে চার গুণ বেশি বৃষ্টি হলে সেটাকে অতি সক্রিয় বর্ষা হিসেবে চিহ্নিত করা হয়।

দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি কয়েকদিনে বজায় থাকলেও এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় আপডেট বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, পরিণত হবে নিম্নচাপে। তাহলে কি অতি সক্রিয় বর্ষা প্রবেশ করছে দঃবঙ্গে? যখন উত্তর ভারত বন্যায় ভাসছে তখন নিম্নচাপের ভ্রুকুটিতে দক্ষিণবঙ্গেও দুর্যোগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যদিও, আতঙ্কিত হওয়ার মতো পূর্বাভাস নেই এখনও। বরং এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সম্ভাব্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে কি অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গ? হবে ভারী বৃষ্টি? যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরির পর নিম্নচাপে পরিণত হবে সেটার কতটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে তা এখনই বোঝা যাচ্ছেন না বলে জানিয়েছে হাওয়া অফিস।

ওড়িশা নাকি দক্ষিণবঙ্গ কোথায় হবে ভারী বৃষ্টি? আজকের পর ছবিটা স্পষ্ট হবে। তবে আগামী দু থেকে তিন দিনে উত্তরবঙ্গে বর্ষার গতিবিধি কমে, দক্ষিণবঙ্গে বাড়বে। দক্ষিণবঙ্গের চারটি জেলা; উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আর দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অসস্তি কমার প্রসঙ্গে হাওয়া অফিস বলছে। যতক্ষণ না সক্রিয় বর্ষা থাকছে ততদিন দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অসস্তি থাকবে। ভারী বৃষ্টি না হওয়ায় মনোরম আবহাওয়া থাকবে না, তবে গুমোট ভাব কাটতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version