Derek O’Brien: রাজ্যসভায় তুলকালাম, সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

।। প্রথম কলকাতা ।।

Derek O’Brien: রাজ্যসভায় তুলকালাম। অধিবেশনে সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনার দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তারপর জগদীপ ধনকড়ের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। তাতে ডেরেককে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনকড়। ডেরেকের আচরণ ‘অবাধ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে। ‘Khabar India TV’ প্রতিবেদন অনুযায়ী, ২৫৬ বিধিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ১৪ ডিসেম্বর রাজ্যসভা “অসম্মানজনক অসদাচরণের” জন্য শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য TMC সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে স্থগিত করার একটি প্রস্তাব পাস করেছে৷ রাজ্যসভার চেয়ারম্যানের মতে, ডেরেক ও’ব্রায়েন হাউসে স্লোগান দিয়েছেন এবং হাউসের কার্যক্রম ব্যাহত করেছেন।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে হৈচৈ!

প্রকৃতপক্ষে, সংসদের নিরাপত্তা নিয়ে উভয় কক্ষে ব্যাপক হট্টগোল হয়েছে। রাজ্যসভায় বিরোধী সদস্যরা ক্রমাগত আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে চলেছেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বারবার সদস্যদের হাউসের ভিতরে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছিলেন। কিন্তু বিরোধী সংসদ সদস্যদের শোরগোল অব্যাহত ছিল। চেয়ারম্যান ডেরেকের উপর বিরক্ত হয়েই তিনি এই সিদ্ধান্ত নেন।

টিএমসি সাংসদ ডেরেক ও’ব্রায়েনও তাঁর আসন থেকে উঠে বক্তব্য রাখেন। চেয়ারম্যানের বারবার অনুরোধের পরও তিনি শান্ত না হলে চেয়ারম্যান বলেন- “আমি ডেরেক ও’ব্রায়েনের নাম নিচ্ছি, মিঃ ডেরেক ও’ব্রায়েন অবিলম্বে হাউস ছেড়ে চলে যান”। এই বলে হঠাৎ উঠে দাঁড়ান এবং বলেন “কী করছেন? মিঃ ব্রায়ান আপনি বিশেষাধিকার লঙ্ঘন করেছেন। মিঃ ডেরেক ও’ব্রায়েনকে অবিলম্বে হাউস ছেড়ে চলে যেতে হবে”।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version