Indian Railways: শিশুকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন, জানুন ট্রেনের হাফ টিকিটের নিয়ম, ক্ষতি হবে প্রচুর টাকা

।। প্রথম কলকাতা ।।

Indian Railways: ট্রেনে চাপলেই আপনার বাচ্চার জন্য পুরো দাম দিয়ে টিকিট কাটছেন। কিন্তু জানেন কি, বাচ্চাদের জন্য রয়েছে হাফ টিকিট। অর্থাৎ অর্ধেক খরচে যাত্রা করতে পারবে আপনার বাচ্চা। রেলের কিছু কিছু নিয়ম রয়েছে যা বহু যাত্রী জানেন না। অথচ জানা দরকার। হাফ টিকিটের নিয়ম না জানার কারণে কোটি কোটি টাকার লাভ করে ফেলেছে ভারতীয় রেল। অঙ্কটা শুনলে চমকে যাবেন। কত বছর বয়স পর্যন্ত হাফ টিকিটের সুবিধা পাবেন? নিয়মে ঠিক কোন বদল এল, যার জন্য ভারতীয় রেলের এতটা লক্ষ্মী লাভ?

যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতবর্ষে রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কোটি কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রথম পছন্দ রাখেন ট্রেনকে। সেক্ষেত্রে রেলের যাবতীয় নিয়ম সম্পর্কে আপডেট না থাকলে মুশকিল। বাচ্চাদের জন্য হাফ টিকিটটা কি? এই সম্পর্কে অনেকের কাছেই স্পষ্ট ধারণা নেই। আরটিআই এর সূত্র বলছে, গত সাত বছরে প্রায় ৭০ শতাংশ অভিভাবক তার শিশুদের জন্য আলাদা আসন অর্থাৎ পুরো ভাড়া দিয়ে সিট বুক করেছেন। তাই রেলের নিয়ম সম্পর্কে একটু জানা উচিত।

শুধুমাত্র শিশুদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সামান্য নিয়ম পরিবর্তন করে রেল গত সাত বছরে আয় করেছে প্রায় ২৮০০ কোটি টাকা। রিজার্ভেশন সিটের ক্ষেত্রে বাচ্চাদের টিকিট কাটায় ঠিক কত টাকা নেওয়া হবে? সেই নিয়মে বদল আনা হয় ২০১৬ সালে। রেলমন্ত্রক ঘোষণা করেছিল, পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বয়সি শিশুদের যাত্রার জন্য যদি আলাদা সিট বুকিং করা হয়, তাহলে সম্পূর্ণ ভাড়া গুনতে হবে। কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র রিজার্ভেশন কামরাতে। ২০১৬ সালে এই নিয়মের আগে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য অর্ধেক ভাড়ায় রিজার্ভ বার্থ দিত। ২০১৬ তে নতুন নিয়ম করে বলে দেয়া হয়, যদি এই বয়সী বাচ্চারা আলাদা করে বার্থ না নেয় তা হলেও কিন্তু দিতে হবে অর্ধেক ভাড়া। অথচ বহু যাত্রী সেই নিয়ম সম্পর্কে জানতেন না। সিট রিজার্ভ না করেই শিশুর জন্য অর্ধেক ভাড়া দিয়ে ভ্রমণ করেছে। ২০১৬ থেকে আজ পর্যন্ত এই সংখ্যাটা প্রায় ৩.৬ কোটিরও বেশি। পাশাপাশি প্রায় ১০ কোটিরও বেশি বাচ্চার পরিবার পুরো ভাড়া দিয়ে শিশুর জন্য সিট বুকিং করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version